নবীন ক্যালিগ্রাফি শিল্পীদের এগিয়ে নিতে চাই পৃষ্ঠপোষকতা :আরিফুর রাহমান।
কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ সিলেটে আয়োজিত সিলেট ক্যালিগ্রাফার্স এসোসিয়েশনের ক্যালিগ্রাফি প্রদর্শনীর দ্বিতীয় ও শেষ দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের অন্যতম ক্যালিগ্রাফি শিল্পী জনাব আরিফুর রাহমান।শিল্পী জাহিদ হুসাইন রাহিনের উপস্থাপনায় শুরুতে তেলাওয়াত করেন হাফিজ মনজুরুর রাহমান সাহান, শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন এসোসিয়েশনের সেক্রেটারী সায়ীদ তানভীর। প্রধান বক্তার বক্তব্যে আরিফ স্যার ক্যালিগ্রাফির ইতিহাস তুলে ধরে সিলেটের নবীন শিল্পীদের পৃষ্টপোষকতায় এগিয়ে আসতে সবার প্রতি আহ্বান জানান। অতিথি হিসাবে আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সাধারণ সম্পাদক সৈয়দ মবনু, বিশিষ্ট লেখক সেলিম আউয়াল, কবি সারওয়ার ফারুকী, দেশের সুনামধন্য শিল্পী মোল্লা হানিফ, মাসিক পরওয়ানার সহ-সম্পাদক উসমান গনী, জালালাবাদ ইন্টারন্যাশনাল মাদ্রাসার শিক্ষক মাজহারুল ইসলাম জয়নাল, ফেঞ্চুগঞ্জের সৈয়দ মামুন সাহেব প্রমুখ । বক্তারা সিলেট ক্যালিগ্রাফার্স এসোসিয়েশনের এ আয়োজনের ভূয়সী প্রশংসা করেন। ক্যালিগ্রাফি শিল্পীদের সহযোগিতায় এগিয়ে আসার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন৷ ইসলামী ক্যালিগ্রাফি ধর্মের সৌন্দর্য। এর প্রচার প্রসার, শিল্পীদের পৃষ্ঠপোষকতা করা এবং সার্বিক বিষয় নিয়ে আলোচনা করেন৷ ক্যালিগ্রাফি শিল্প রক্ষায় সবাইকে এগিয়ে আসতে উদাত্ত আহ্বান করেন।
সেলিম আউয়াল তার বক্তব্যে সিলেট ক্যালিগ্রাফার্স এসোসিয়েশনের সদস্যবৃন্দের একনিষ্ঠতা ও শিল্পের প্রতি দরদের প্রসংশা করেন। তিনি বলেন অন্য কোনো সংগঠনে এতো শিল্পী নেই। এখানে সবাই শিল্পী সবাই কর্মী। সবার কাজ ও দারুণ। সিলেটে এতো ক্যালিগ্রাফি শিল্পী আছেন বক্তারা বিষ্ময় প্রকাশ করেছেন। সাংগঠনিকভাবে আরো শক্তিশালী হয়ে সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে সংগঠন যাতে এগিয়ে নেয়া যায় সে আশাবাদ ব্যক্ত করেন৷
ক্যালিগ্রাফি প্রদর্শনীতে আশানুরূপ উপস্থিতি হওয়ায় সংগঠনের পক্ষ থেকে সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়৷
পরিশেষে মাও রুম্মান আহমদ চৌধুরীর দু’আর মাধ্যমে ক্যালিগ্রাফি প্রদর্শনীর সমাপ্তি ঘোষণা করা হয়।
শেয়ার করুন