দেশের বিভিন্ন স্থানের মতো সিলেটেও বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সম্পাদক ও সদস্য পদ পেয়েছেন সামাজিক যোগযোগমাধ্যম ফেসবুকে এমন স্ট্যাটাস দিচ্ছেন অনেকে।আবার তাদের শুভেচ্ছা জানিয়েও অনেকে অভিনন্দন জানাচ্ছেন। তবে খোঁজ নিয়ে জানা গেছে, ছাত্রলীগের সহ-সম্পাদকের কোনো তালিকা এখনো তারা প্রকাশ করেননি।
মঙ্গলবার (২ আগস্ট) বেলা সাড়ে ১২টায় ছাত্রলীগের দফতর সম্পাদক ইন্দ্রনীল দেব শর্মা রনি এ তথ্য নিশ্চিতও করেছেন।
তিনি বলেন, এখন যারা ফেসবুকে নিজেদের একটু উন্নত পর্যায়ের নেতা হিসেবে নিজেদের জাহির করছেন সবাই ধরা খাবেন। যারা ফটোকপি করে এসব করছেন তারা ভালোভাবে ধরা খাবেন। কারণ মূল কপি আমাদের কাছে। এ বিষয়ের জন্য আমরা নিজেরাও বিব্রত। আমাদের কিছু কাজ এখনো বাকি আছে। একটা তালিকা সহজেই প্রকাশ করা যায় না।আপনি নিশ্চিত থাকেন আমরা তালিকা প্রকাশ করবো।
দফতর থেকে কাউকে ব্যক্তিগতভাবেও এধরণের সহ-সম্পাদক পদ দেয়া হয়নি। ছাত্রলীগ সভাপতি, সম্পাদক কাউকে ব্যক্তিগতভাবে দিয়ে থাকলেও আমার কাছে আসেনি বলেও জানান তিনি।
এদিকে ছাত্রলীগ সূত্রে জানা গেছে, ত্যাগী ছাত্রনেতাদের বাছাই করে অন্তত ২০০ থেকে ২৫০ ছাত্রনেতাকে ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সম্পাদক করা হতে পারে।
শেয়ার করুন