
স্বপ্ন দেখে, স্বপ্ন পূরণের প্রত্যয়ে এগিয়ে যাওয়া মেধাবী শিক্ষার্থীদের জন্য এক ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সিলেট মহানগর শাখা। এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের তাৎক্ষণিক সংবর্ধনা প্রদান করেছে সংগঠনটি।
বৃহস্পতিবার (১০ জুলাই) বিকেল ৫টায় শহরের একটি মিলনায়তনে অনুষ্ঠিত হয় এ সংবর্ধনা অনুষ্ঠান। সিলেটের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত শতাধিক কৃতি শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা এতে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবির পাবনা শহর শাখার সভাপতি শাহীন আহমদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেক্রেটারি শহিদুল ইসলাম সাজুসহ মহানগর শিবিরের নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে শাহীন আহমদ বলেন: শিক্ষা শুধুমাত্র সার্টিফিকেট অর্জনের জন্য নয়, বরং ব্যক্তি-জীবনকে সুন্দর করার এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। মেধা, পরিশ্রম এবং অধ্যবসায়ের মাধ্যমে দেশ ও জাতির জন্য অনুকরণীয় ভূমিকা রাখতে হবে। তিনি আরো বলেন আগামীর চ্যালেঞ্জ মোকাবিলার জন্য নৈতিক শিক্ষা ও আদর্শ চর্চার ওপর গুরুত্বারোপ করেন।
সংবর্ধনা প্রাপ্ত এক শিক্ষার্থী অনুভূতি প্রকাশ করে বলেন,“এমন আকস্মিক সম্মাননা সত্যিই দারুণ এক অনুভূতি। ছাত্রশিবিরের পক্ষ থেকে এই স্বীকৃতি আমাকে ভবিষ্যতে আরও ভালো কিছু করতে উৎসাহ দেবে। বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই।”
কৃতী শিক্ষার্থীর অভিভাবক বলেন,“আজকের সমাজে নৈতিক অবক্ষয়ের মাঝে ছাত্রশিবিরের এমন আয়োজন সত্যিই প্রশংসনীয়। শিক্ষার্থীদের অনুপ্রেরণা দেওয়ার জন্য এই উপযুক্ত উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে।”
আয়োজনে উপস্থিত সকলেই ছাত্রশিবিরের এই উদ্যোগের জন্য আন্তরিকভাবে প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এর ধারাবাহিকতা কামনা করেন
শেয়ার করুন