সিলেটে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ বলে ঝটিকা মিছিল, আটক ২

বাংলাদেশ

সোমবার সিলেট নগরে সাতসকালে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগানে ঝটিকা মিছিল করে ১৫ থেকে ২০ জন তরুণ

সিলেট নগরে “জয় বাংলা, জয় বঙ্গবন্ধু” স্লোগানে ঝটিকা মিছিলের প্রধান আহ্বায়কসহ ছাত্রলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে র‍্যাব। গত ২৯ সেপ্টেম্বর ও ১০ অক্টোবর বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা দুই মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে।

সোমবার (১৮ নভেম্বর) রাত পৌনে ১২টার দিকে সিলেট কোতোয়ালি থানা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার নেতারা হলেন- সিলেট বিমানবন্দর থানা ছাত্রলীগের সহসভাপতি রাকিবুল হাসান (২৫) ও সহ-সাংগঠনিক সম্পাদক মিঠুন দেবনাথ (২৪)।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-৯-এর সহকারী পুলিশ সুপার মো. মশিহুর রহমান। তিনি জানান, “ওই দুজনকে সিলেট কোতোয়ালি থানায় আগের করা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। পরে তাদের সিলেট কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে।”

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *