সিলেটে নানা আয়োজনে ‘দৈনিক ইনফো বাংলা’র ৮ম বর্ষে পদার্পণ উদযাপন

সিলেট

স্টাফ রিপোর্টার:

সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মরহুম বদর উদ্দিন আহমদ কামরান এর পুত্র, সিলেট মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের উপ পরিচালক ডা. আরমান আহমদ শিপলু বলেছেন, বিজয় মানে আলোকরশ্মি, বিজয় মানে ঐক্যবদ্ধ হয়ে সেই আলোকরশ্মির অনুসরণ করে অগ্রযাত্রায় শামিল হওয়া, এ বিজয় হোক কলম হাতিয়ারের বিজয়, এ বিজয় হোক প্রিন্ট মিডিয়া, ইলেক্ট্রনিক মিডিয়ার বিজয়।
তিনি আরো বলেন, কলম যোদ্ধারা দেশ ও জাতির বন্ধু।’দৈনিক ইনফো বাংলা’ পত্রিকা সবসময় বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে সাংবাদিকতার ঐতিহ্যকে ধারন করে চলেছে। ‘দৈনিক ইনফো বাংলা’ পত্রিকা পাঠকদের মন জয় করতে সক্ষম হয়েছে বলেই ৭ম বর্ষপূর্তি করে ৮ম বর্ষে পদার্পণ করেছে।

শনিবার (১৬ ডিসেম্বর) রাতে সুবিদবাজারস্থ সিলেট প্রেসক্লাব ভবনের আমীনুর রশীদ চৌধুরী মিলনায়তনে ‘দৈনিক ইনফো বাংলা’র ৮ম বর্ষে পদার্পণ উপলক্ষে সিলেট ব্যুরো আয়োজিত আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

ইস্পাহানি টি লিমিটেড সিলেটের বিভাগীয় প্রধান মো. আনিছুজ্জামান পাটোয়ারী এর সভাপতিত্বে ও ইনফো বাংলা সিলেট ব্যুরো প্রধান ও মানবতাবাদী সংগঠক উৎফল বড়ুয়া এর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট বৌদ্ধ বিহারের উপাধ্যক্ষ ভদন্ত মহানাম ভিক্ষু, সিলেট জেলা প্রেসক্লাব এর সাধারণ সম্পাদক আব্দুর রশিদ রেনু, সাবেক সহ সভাপতি আতাউর রহমান আতা, গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি ডিগ্রি কলেজের অধ্যাপক ও বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ সিলেট অঞ্চল উপদেষ্টা বরন চৌধুরী।
অন্যন্যার মধ্যে বক্তব্য রাখেন সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি মো. শহিদুল ইসলাম, বিশিষ্ট সংগঠক কামাল আহমেদ, সিলেট রক্তের অনুসন্ধানে আমরা সংগঠন এর প্রতিষ্ঠাতা সভাপতি তারেক আহমেদ প্রমূখ।
‘দৈনিক ইনফো বাংলা’র প্রতিষ্ঠা বর্ষপূর্তি উপলক্ষে কেক কেটে উদযাপন করা হয়। পরে এক নৈশভোজের আয়োজনের মধ্যদিয়ে আয়োজনের সমাপ্তি টানা হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *