সিলেটের লাক্কাতুড়া চা-বাগানের সবুজ গালিচার মধ্যে লাল ঘোমটা পরা ছিল বাংলাদেশ-শ্রীলঙ্কা টি-টোয়েন্টি সিরিজের ট্রফি। সেই ঘোমটা সরিয়ে ট্রফি উন্মোচন করেন- বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও শ্রীলঙ্কার অধিনায়ক ওয়ানিন্দু হাসারাঙ্গা।
রোববার (৩ মার্চ) দুপুর সোয়া ১টায় সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের বাউন্ডারি ঘেঁষা পার্শ্ববর্তী চা-বাগানে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আয়োজনে এই ট্রফি উন্মোচন অনুষ্ঠান আয়োজিত হয়।
সোমবার (৪ ফেব্রুয়ারি) চায়ের দেশ সিলেটে শুরু হচ্ছে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।
এসময় উপস্থিত ছিলেন- বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাথে সম্পৃক্ত কর্মকর্তা ও কর্মচারীরা।
শেয়ার করুন