
নির্বাচনপূর্ব অনিয়মের অভিযোগে সিলেট-৫ আসনে বিএনপি সমর্থিত জমিয়ত প্রার্থী মাওলানা উবায়দুল্লাহ ফারুককে শো’কজ করা হয়েছে। তাকে সশরীরে সহকারি রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হয়ে কারণ দর্শাতে হবে।মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিষয়টি জানা গেছে। এর আগে সোমবার (১২ জানুয়ারি) সিলেটের জকিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারি রিটার্নিং অফিসার মাসুদুর রহমান তাকে শো’কজ করেন।
এ সংক্রান্ত নোটিশে বলা হয়েছে, সোমবার (১২ জানুয়ারি) সন্ধ্যা ৬টায় জকিগঞ্জের সোনার বাংলা সেন্টারের হলরুমে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের প্রার্থী মাওলানা উবায়দুল্লাহ ফারুকের উপস্থিতিতে শতাধিক নেতাকর্মী নির্বাচনী প্রচারণা চালিয়েছেন। এসময় জকিগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রণয় বিশ্বাস এবং জকিগঞ্জের ভারপ্রাপ্ত নির্বাচন কর্মকর্তা নিজের দায়িত্ব পালনে সেখানে উপস্থিত হয়ে মাওলানা উবাদুল্লাহ ফারুকের কর্মী ও সমর্থকরা তাদেরকে ঘিরে অশ্লীল শ্লোগান দেন ও ভীতি সঞ্চার করেন।
পরিস্থিতি সামাল দিতে সেখানে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসারসহ উপজেলা কৃষি কর্মকর্তা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ও সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা ও সহকারী শিক্ষা কর্মকর্তা উপস্থিত হলে সিদ্দিকুর রহমান পাপলু নামীয় ব্যক্তি আশালীন আচরণ করেন। সবাইকে বারবার অনুরোধ সত্ত্বেও তারা অনুষ্ঠান সমাপ্ত না করে ভোট প্রার্থনা করে নির্বাচনী আইন ভঙ্গ ও আচরণ বিধি লংঘন করেছেন।
এই নির্বাচন পূর্ব অনিয়মের কারণে কেন বিএনপি সমর্থিত এ প্রার্থীর প্রার্থীতা বাতিলে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবেনা- আগামী ১৫ জানুয়ারি সকাল ১০টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে সশরীরে উপস্থিত হয়ে তার ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
শেয়ার করুন


