সিলেটে শুরু হলো নারী এশিয়া কাপ। আর দুটি সুখবর দিয়ে শুরু হলো উদ্বোধনী দিন।
প্রথমটি হলো, উদ্বোধনী ম্যাচে থাইল্যান্ডকে ৯ উইকেটে হারিয়ে শুভ সূচনা করেছে বাংলাদেশ। আর দ্বিতীয় সুখবর হলো, এই ম্যাচ দিয়ে আন্তর্জাতিক অভিষেক হলো সিলেট গ্রাউন্ডস-২ এর।
শেয়ার করুন
আজ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের দুই নম্বর গ্রাউন্ডে থাইল্যান্ডকে ৯ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। ১৯.৪ ওভারে মাত্র ৮২ রানে গুটিয়ে যায় থাই মেয়েরা। জবাবে ৫০ বল আগেই ম্যাচ শেষ করে দেয় নিগার সুলতানা জ্যোতির দল।
মাত্র ৩০ বলে ১০ চারে ৪৯ রান করেন শামীমা। এর আগে বল হাতে অবদান কয়েকজনের। লেগ স্পিনে স্রেফ ৯ রান দিয়ে ৩ উইকেট নেন রুমানা আহমেদ।
বাঁহাতি স্পিনার নাহিদা আক্তার ১১ রান দিয়ে নেন ২ উইকেট, আরেক বাঁহাতি স্পিনার সানজিদা আক্তার মেঘলাও ১১ রান দিয়ে ধরেন ২ শিকার। সোহেলি আক্তার ১৮ রানে পান ২ উইকেট। অভিজ্ঞ সালমা খাতুন ৪ ওভারে ১৮ রান খরচায় পান ১ উইকেট।
এর আগে সকালে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বেলুন উড়িয়ে এশিয়া কাপ ও নতুন গ্রাউন্ডের উদ্বোধন করেন। এটি বাংলাদেশের নবম আন্তর্জাতিক গ্রাউন্ড, সিলেটের দ্বিতীয়। সিলেটের প্রথম আন্তর্জাতিক ভেন্যু এই আঙিনাতেই। মূলত ওই ভেন্যুরই আউটার গ্রাউন্ড হিসেবে পরিচিত ছিল অভিষিক্ত গ্রাউন্ডটি।