সিলেটে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, পুলিশসহ ২৬৮ জনের বিরুদ্ধে মামলা

সিলেট

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে   সিলেট নগরীতে পেশাগত দায়িত্ব পালনকালে পুলিশের গুলিতে নিহত সাংবাদিক এটিএম তোরাব হত্যায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সিলেট মহানগর পুলিশের (এসএমপি) অতিরিক্ত উপকমিশনার (ক্রাইম উত্তর) সাদেক দস্তগীর কাউসার, অতিরিক্ত পুলিশ কমিশনার আজবাহার আলী শেখসহ ১৮জনের নামোল্লেখ করে হত্যা মামলা করা হয়েছে।

সোমবার (১৯আগস্ট) দুপুরে নিহত সাংবাদিক তোরাবের ভাই আবুল আহছান মো. আযরফ জাবুর বাদী হয়ে সিলেটের অতিরিক্ত চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এই দরখাস্ত মামলা দায়ের করেন।১৮ জনের নামোল্লেখ ছাড়াও মামলায় অজ্ঞাত আরও ২৫০জনকে আসামি করা হয়।

মামলরি অভিযোগে উল্লেখ করা হয়, বিগত ১৯জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় পেশাগত দায়িত্ব পালনকালে পুলিশের টার্গেটকৃত গুলিতে নিহত হন সাংবাদিক এটিএম তোরাব।

তখন সারাদেশে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের নির্দেশে ও উস্কানীতে  সিলেটে সাংবাদিক তোরাবসহ অসংখ্য হত্যাযজ্ঞ সংঘটিত হয়।

ওইদিন   সিলেট নগরীর বন্দরবাজারস্থ মধুবন সুপার মার্কেটের সামনে ৩নং আসামি আজবাহার আলী শেখ এর নির্দেশে ২নং আসামি মো. সাদেক দস্তগীর কাউসার প্রেস জ্যাকেট পরিহিত অবস্থায় দায়িত্বরত দৈনিক জালালাবাদ ও নয়াদিগন্তের সাংবাদিক এটিএম তোরাবের বুকে গুলি করেন।এর পরেই মামলায় বর্ণিত ৪-৮নং ও ১৫-১৮নং আসামিরা সরাসরি ভিকটিমের গায়ে গুলি বর্ষণ করেন।এরপর মৃত্যুর কোলে ঢলে পড়েন সাংবাদিক এটিএম তোরাব।

মামলার অন্যান্য আসামিরা হলেন সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি মডেল থানা) মিজানুর রহমান, বন্দরবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ কল্লোল গোস্বামী, কোতোয়ালী থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঈন উদ্দিন, ওসি তদন্ত ফজলুর রহমান, এসআই কাজী রিপন সরকার, সিলেট মহানগর স্বেচ্ছাসেবক লীগ সভাপতি  ও সাবেক কাউন্সিলর আপ্তাব হোসেন খান, জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি পীযুষ কান্তি দে,  সিলেট সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা (মেয়রের পিএস) সাজলু লস্কর, ৩২নং ওয়ার্ডের কাউন্সিলর রুহেল আহমদ, জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সজল দাস অনিক, শিবলু আহমদ, এসআই সেলিম মিয়া, আজহার, ফিরোজ, উজ্জ্বল।

মামলার বাদী সাংবাদিক এটিএম তোরাবের ভাই আবুল আহছান মো. আযরফ জাবুর বলেন, আমি ঘটনার দিন মামলা করতে চাইলে ২-৫নং আসামি আমাকে প্রাণনাশের হুমকী দেন। আমি আমার ভাই হত্যার সুষ্ঠু বিচার চাই।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *