সিলেটে ১ দিনের ব্যবধানে আরো ১৯ ডেঙ্গুরোগী!

সিলেট

স্টাফ রিপোর্টার : সিলেটে আরো ১৯ জন ডেঙ্গুরোগী শনাক্তের খবর পাওয়া গেছে। মাত্র ১ দিনের ব্যবধানে সিলেটে চলতি মওসুমের ডেঙ্গুরোগীর সংখ্যা ২৫ জনে দাঁড়িয়েছে। এরমধ্যে গোয়াইনঘাট উপজেলার ১৫ জন রয়েছেন। তারা ইতোমধ্যে ডেঙ্গু থেকে সুস্থ হয়ে বাসায় চলে গেছেন। অপরদিকে গত ২৪ ঘন্টায় নতুন করে সিলেটে আরো ৪ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। তারা নগরীর বিভিন্ন সরকারী বেসরকারী হাসপাতালে চিকিৎসাধিন রয়েছেন।

খোঁজ নিয়ে জানা গেছে, গেল সপ্তাহে সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলায় ১৫ জন ডেঙ্গুরোগী শনাক্ত হন। তারা নমুনা পরীক্ষা করালে সবার পজিটিভ আসে। কিন্তু পরীক্ষার ফলাফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে অনলাইনে সরাসরি ঢাকা চলে যাওয়ায় এই সংখ্যাটি জাতীয় রিপোর্টের সাথে যুক্ত হয়ে যায়। পরবর্তীতে এই সংখ্যাটাকে সিলেটের চলতি মওসুমের মোট ডেঙ্গুরোগীর সাথে যোগ করা হয়।

স্বাস্থ্য অধিদপ্তর সিলেট সূত্রে জানা গেছে, চলতি মওসুমের জানুয়ারী থেকে জুন মাস পর্যন্ত সিলেট বিভাগে ২৫ জন ডেঙ্গুরোগী শনাক্ত হয়েছেন। এদের অধিকাংশেরই ট্রাভেল হিস্ট্রি নেই। এর মধ্যে গত ২৪ ঘন্টায় রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত ৪ জন, এর আগের ২৪ ঘন্টায় শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত ২ জন ডেঙ্গুরোগী শনাক্ত হয়।

জানা গেছে, সিলেট বিভাগে শনাক্ত হওয়া ২৫ জনের মধ্যে ১ জন মৌলভীবাজারের বাকী ২৫জনই সিলেট জেলার বাসিন্দা বলে জানা গেছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *