সিলেটের রাজপথ কাঁপালো বিএনপি

সিলেট

দীর্ঘদিন ক্ষমতার বাইরে থাকার পরও সিলেটের রাজপথে শক্তি প্রদর্শন করেছে সিলেট মহানগর বিএনপি। দলের ৪৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আনন্দ র‌্যালীর মাধ্যমে মিছিল- স্লোগানে রাজপথ কাঁপিয়েছে তারা।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার বিকেল তিনটায় নগরীর রেজিষ্ট্রারী মাঠে থেকে আনন্দ র‌্যালীটি নগরের বিভিন্ন পয়েন্ট অতিক্রম করে আম্বরখানা পয়েন্টে গিয়ে শেষ হয়। এসময় স্লোগানে-স্লোগানে মুখরিত হয় পুরো এলাকা।

শোভাযাত্রায় বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, চেয়ারপারসনের উপদেষ্ঠা খন্দকার আব্দুল মুক্তাদির, সিলেট মহানগর বিএনপির আহবায়ক আব্দুল কাউয়ুম জালালী পংকী, সদস্য সচিব মিফতাহ সিদ্দীকীসহ সিলেট মহানগর ও ওয়ার্ড বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *