সুনামগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি যুবক নিহত

সুনামগঞ্জ

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার ভারতীয় সীমান্তবর্তী বাগানবাড়ি এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে শফিকুল ইসলাম (৪৫) নামের এক বাংলাদেশি নিহত হয়েছেন। শুক্রবার (১১ জুলাই) রাতের এ ঘটনায় সীমান্ত এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

নিহত শফিকুল ইসলাম উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের ভাঙ্গাপাড়া গ্রামের বাসিন্দা।

পলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার গভীর রাতে শফিকুল ইসলাম অবৈধভাবে গরু আনতে ভারতের দিকে যান। এ সময় ভারতের অভ্যন্তরে টহলরত বিএসএফ সদস্যরা তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। একটি গুলি সরাসরি তার বুকে লাগে। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক বলেন, বাগানবাড়ি সীমান্ত এলাকায় বিএসএফের গুলিতে শফিকুল ইসলাম নামে একজন নিহত হয়েছেন। গুলি তার বুকে লেগেছে। আমরা বিস্তারিত তথ্য সংগ্রহ করছি।

তিনি আরও জানান, রাতের আঁধারে সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধভাবে গরু আনতে গিয়ে মূলত এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে

অন্যদিকে, ঠাকুরগাঁওয়ের হরিপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আসকর আলী (২৪) নামে এক বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে।

শনিবার ভোররাতে উপজেলার মিনাপুর সীমান্তের ৩৫৩ নম্বর প্রধান পিলারের কাছে ভারতের অভ্যন্তরে এ ঘটনাটি ঘটে। নিহত আসকর আলী হরিপুর উপজেলার জীবনপুর গ্রামের কানুরার ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন দিনাজপুর সেক্টরের ৪২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান। তিনি বলেন, নিহত যুবকের মরদেহ ফেরত আনার জন্য বিএসএফকে পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *