সুনামগঞ্জে হত্যা মামলায় ২ আসামির যাবজ্জীবন

সুনামগঞ্জ

সুনামগঞ্জের জামালগঞ্জে সাজারুল মিয়া হত্যা মামলায় ২ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

বুধবার (১৩ মার্চ) সকালে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক দায়রা জজ মো. হেমায়েত উদ্দিন এ রায় প্রদান করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন জামালগঞ্জ উপজেলার দুর্লভপুর গ্রামের আবু সেনা ওরফে কাদির সেনার ছেলে দেওয়ান ও উত্তর কামলাবাজ গ্রামের মৃত আজিজ মিয়ার ছেলে ফুল মিয়া।

এ-সময় যাবজ্জীবনের পাশাপাশি দুই আসামিকে পাঁচ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ৩ মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। তবে তারা দুজনই বর্তমানে পলাতক রয়েছেন।

এছাড়া এ মামলায় বদরপুর গ্রামের ভূবেন্দ্র পালের ছেলে আশিষ পাল নির্দোষ করে বেকসুর খালাস দেন আদালত।

মামলার এজাহার থেকে জানা যায়, ২০২১ সালে জামালগঞ্জের শানির হাওরে নিহত সাজারুল মিয়াকে নৌকা নিয়ে আসার কথা বলে আসামি দেওয়ান ও ফুল মিয়া। এসময় সাজারুল নৌকা নিয়ে তাদের কাছে গেলে আসামিরা সাজারুল মিয়াকে কোমল পানীয় খাইয়ে মিশিয়ে দিয়ে সাজারুলকে কুপিয়ে হত্যা করে। এ-ঘটনায় সাজারুলের ভাই মোশাহিদুল বাদী হয়ে জামালগঞ্জ থানায় মামলা করলে মামলাটি আদালতে গড়ালে বুধবার রায় দেন আদালত।

সুনামগঞ্জের পাবলিক প্রসিকিউটর আইনজীবী খায়রুল কবির রুমেন বলেন, এ রায়ের মাধ্যমে ন্যায় প্রতিষ্ঠা হয়েছে। আসামিরা পলাতক রয়েছেন। তারা আটক হওয়ার পর সাজা শুরু হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *