সুনামগঞ্জের মধ্যনগর থানার ওসি সজীব রহমানকে জনস্বার্থে বদলি করা হয়েছে। শুক্রবার রাতে পুুলিশ হেডকোয়ার্টারের দায়িত্বশীল সূত্র গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করে।
অ্যাডিশনাল আইজি (অ্যাডমিনিস্ট্রেশন) মো. মতিউর রহমান শেখ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে গেল ১৪ মে পুলিশের সিলেট রেঞ্জের সুনামগঞ্জ জেলার মধ্যনগর থানার বিতর্কিত ওসি সজীব রহমানকে পুলিশের ময়মনসিংহ রেঞ্জে জনস্বার্থে বদলি করা হয়।
অভিযোগ রয়েছে, ২০২৪ সালের ওই থানায় যোগদানের পর থেকে মামলা, গ্রেফতার, গণহয়রানি, ঘুস বাণিজ্য, জলমহাল দখলে সীমান্ত চোরাচালান, চাঁদাবাজ চক্রকে মদদ জুগিয়ে দুহাতে টাকা কামানো ছাড়াও নানা বিতর্কিত কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন ওসি সজীব রহমান।
শেয়ার করুন