স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ
যশোর জেলার মনিরামপুর উপজেলার নেহালপুর ইউনিয়ন কৃষকলীগের আয়োজনে কর্মী সভা অনুষ্ঠিত হয়।
আজ সোমবার (৩ জুলাই) বিকালে নেহালপুর ইউনিয়নের পরিষদ মিলনায়তনে এ কর্মীসভা অনুষ্ঠিত হয়।
ইউনিয়ন কৃষকলীগের সভাপতি আতিয়ার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যশোর জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি আব্দুল মজিদ। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক প্রভাষক ফারুক হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান নাজমা খানম, আওয়ামীলীগের কেন্দ্রীয় ধর্ম বিষয়ক উপ-কমিটির নির্বাহী সদস্য এস এম ইয়াকুব আলী, উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জিএম মজিদ, উপজেলা কৃষকলীগের সভাপতি আবুল ইসলাম, নেহালপুর ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক ও স্থানীয় ইউপি চেয়ারম্যান এম এম ফারুক হুসাইন, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রমেশ দেবনাথ প্রমুখ।
বিশেষ অতিথির বক্তব্যে জনাব এসএম ইয়াকুব আলী বলেন, বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণের পথে তারই সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে চলেছে।আর তাই স্বপ্নের বাংলাদেশ বির্নিমানে শেখ হাসিনার সরকার বার বার দরকার।
শেয়ার করুন