ফারুক আহমদ
স্টাফ রিপোর্টার
সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী বলেছেন, লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা শিক্ষার্থীদের মনকে প্রফুল্ল রাখে। খেলাধুলা যুব সমাজকে মাদকসহ নানান অপরাধমূলক কর্মকান্ড থেকে দূরে রাখে, সুস্থ-সুন্দর সমাজ গঠনে গূরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি আরো বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র নেতৃত্বাধীন সরকারের আমলে দেশের শিক্ষা ব্যবস্থার ব্যাপক উন্নতি হয়েছে। উন্নয়নের প্রক্রিয়া অব্যাহত রাখতে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নৌকায় ভোট দিয়ে আওয়ামী লীগের মনোনীত প্রার্থীদেরকে বিজয়ী করার মাধ্যমে শেখ হাসিনা’কে পুনরায় প্রধানমন্ত্রী নির্বাচিত করতে হবে। তাছাড়া স্মার্ট বাংলাদেশ বিনির্মানের জন্য আজকের শিক্ষার্থীদেরকে সুশিক্ষায় শিক্ষিত হতে হবে।
তিনি মঙ্গলবার (২১ মার্চ) দুপুরে সিলেটের বিশ্বনাথ উপজেলার ‘উত্তর বিশ্বনাথ আমজদ উল্লাহ ডিগ্রি কলেজ’র বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথাগুলো বলেন।
প্রধান বক্তার বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ সভাপতি শাহ মোশাহিদ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন কলেজের শিক্ষার্থী কাওছার আহমদ, গীতাপাঠ করেন সুসমিতা মালাকার, স্বাগত বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক আব্দুর রশিদ ও শেষে গান পরিবেশনা করেন শিক্ষার্থী রিমা বেগম।
কলেজের অধ্যক্ষ নেছার আহমদের সভাপতিত্বে ও প্রভাষক মাহমুদা বেগমের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা পরিষদের সদস্য অ্যাডভোকেট গিয়াস উদ্দিন আহমদ, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শাহ আসাদুজ্জামান আসাদ, শিক্ষা বিষয়ক সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, কলেজের এডহক কমিটির সভাপতি আব্দুল হক, যুক্তরাজ্য যুবলীগের সহ সভাপতি মোহাম্মদ আলী মজনু, যুক্তরাজ্য প্রবাসী পারভেজ হাসান, মুজিবুর রহমান রায়হান, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিক।
শেয়ার করুন