
বাংলাদেশ ফুটবল দলের প্রধান কোচ হাভিয়ের কাবরেরাকে নিয়ে সমালোচনা নতুন নয়। দীর্ঘদিন ধরেই তাঁর কৌশল ও সিদ্ধান্ত নিয়ে বিতর্ক চলছে সমর্থকদের মধ্যে। গতকাল রাতে হংকংয়ের বিপক্ষে ৪-৩ গোলে হারের পর সেই সমালোচনা আরও জোরালো হয়েছে।
সমর্থকদের অভিযোগ, ম্যাচের কৌশল, খেলোয়াড়দের পজিশনিং এবং গেমটাইম ব্যবস্থাপনায় কাবরেরার ভুল সিদ্ধান্ত দলকে বারবার ক্ষতির মুখে ফেলছে। এ নিয়ে আবারও কোচ পরিবর্তনের দাবি তুলেছেন অনেকে।
ম্যাচ শেষে সাংবাদিকেরা যখন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়ালকে প্রশ্ন করেন, কাবরেরাকে কি এখনো কোচ হিসেবে রাখা হবে-তাবিথ সরাসরি জবাব দেননি। তিনি বলেন,
‘এখন এসব নিয়ে মন্তব্যের সময় না। ম্যাচটা মাত্রই শেষ হলো। অবশ্যই ম্যাচ-পরবর্তী একটি ব্রিফিং হবে, তখন বিস্তারিত আলোচনা করব।’
এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচটিতে বাংলাদেশ এগিয়ে যায় ১৩তম মিনিটে হামজা চৌধুরীর দুর্দান্ত ফ্রি-কিক থেকে। তবে হংকং পরপর তিনটি গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ নেয়। এরপর শেখ মোরছালিন ও শমিত সোমের গোলে বাংলাদেশ সমতায় ফিরলেও শেষ মুহূর্তে গোল হজম করে শূন্য হাতে মাঠ ছাড়তে হয়।
হারের পরও তাবিথ দলের খেলায় উন্নতি দেখছেন। তাঁর ভাষায়,‘দর্শকের দিক থেকে দেখলে ৭ গোলের ম্যাচ-এটা দারুণ ব্যাপার। ৩-১ থেকে ৩-৩ এ ফিরে আসা মানসিকভাবে বড় উন্নতি। এখন টেকনিক্যাল বিশ্লেষণ করতে হবে, ভবিষ্যতের পরিকল্পনাও দেখতে হবে।’
বাংলাদেশ দল তাদের পরবর্তী ম্যাচ খেলবে ১৪ অক্টোবর, আবারও হংকংয়ের বিপক্ষে। আজ দুপুরেই জামাল ভূঁইয়া ও হামজা চৌধুরীরা হংকংয়ের উদ্দেশে ঢাকা ছাড়বেন।
শেয়ার করুন


