এম ইয়াকুব হাসান অন্তর
হবিগঞ্জ প্রতিনিধি
আজ ১৮ অক্টোবর শেখ রাসেল দিবস-২০২২ উপলক্ষ্যে জেলা প্রশাসন, হবিগঞ্জের আয়োজনে গ্রহণ করা হয় বর্ণাঢ্য কর্মসূচি। সকাল ০৯.০০টায় নিমতলা কালেক্টরেট প্রাঙ্গণে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিবসের কার্যক্রম শুরু হয়। এরপর নিমতলা কালেক্টরেট প্রাঙ্গণ থেকে শোভাযাত্রা শহর প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয়। শিশুদেরকে নিয়ে বেলুন ওড়ানো ও কেক কাটা হয়। শিল্পকলা একাডেমির মিলনায়তনে বিটিভিতে সম্প্রচারিত কেন্দ্রীয় অনুষ্ঠান সরাসরি প্রদর্শন করা হয়। একই ভেন্যুতে অনুষ্ঠিত হয় আলোচনা সভা, শেখ রাসেল দিবস উপলক্ষে শিশু কিশোরদের নিয়ে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ এবং শিশুদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা। দিবসের বর্ণিল আয়োজনে উপস্থিত ছিলেন সর্বজনাব আলহাজ এডভোকেট মো: আবু জাহির, মাননীয় সংসদ সদস্য, হবিগঞ্জ-৩ আসন; ইশরাত জাহান, জেলা প্রশাসক, হবিগঞ্জ; নূরুল ইসলাম, প্রধান নির্বাহী কর্মকর্তা, জেলা পরিষদ, হবিগঞ্জ; ডা: মোহাম্মদ নুরুল হক, সিভিল সার্জন, হবিগঞ্জ; শৈলেন চাকমা, অতিরিক্ত পুলিশ সুপার, হবিগঞ্জ; এডভোকেট আলমগীর চৌধুরী, সাধারণ সম্পাদক, জেলা আওয়ামী লীগ, হবিগঞ্জ; আতাউর রহমান সেলিম, মেয়র, হবিগঞ্জ পৌরসভা; মোতাচ্ছিরুল ইসলাম, চেয়ারম্যান, উপজেলা পরিষদ, হবিগঞ্জ সদর; বীর মুক্তিযোদ্ধাবৃন্দ; জেলা পর্যায়ের কর্মকর্তাবৃন্দ; রাজনৈতিক নেতৃবৃন্দ; প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ ও শিশু-কিশোরেরা।
শেয়ার করুন