হবিগঞ্জে ডাকাত ‌’ল্যাংরা তালেব’ আটক

হবিগঞ্জ

হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ থানাধীন অলিপুর রেলক্রসিং এলাকায় অভিযান চালিয়ে খুনসহ ডাকাতি মামলার পলাতক আসামি ল্যাংরা তালেব’কে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৯)।

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) বেলা ২টায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে র‌্যাব-৯ (সিপিসি-৩) শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল।

এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন র‌্যাব-৯ সিলেটের মিডিয়া অফিসার  (সহকারী পুলিশ সুপার) মোঃ মশিহুর রহমান সোহেল।

গ্রেফতারকৃত আসামী হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ থানার মৃত আব্দুল শহিদ এর ছেলে আবু তালেব (ল্যাংড়া তালেব)।

পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত আসামীকে হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও ডাকাত চক্রদের গ্রেফতারের লক্ষ্যে র‌্যাব-৯ এর চলমান গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *