হবিগঞ্জের লাখাই উপজেলায় পুষ্টি সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

হবিগঞ্জ

এম ইয়াকুব হাসান অন্তর
হবিগনজ জেলা প্রতিনিধিঃ

লাখাইয়ে পুষ্টি সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৮মে) বেলা ১১ টায় লাখাই উপজেলার সভাকক্ষে পুষ্টি সমন্বয় কমিটির সদস্য সচিব লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাঃ কাজী শামসুল আরেফিন এর সঞ্চালনা সভায় সভাপতিত্ব করেন লাখাই উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা সুলতানা।

পুষ্টি সমন্বয় কমিটির সভায় আলোচনায় অংশ নেন লাখাই উপজেলা ভাইস চেয়ারম্যান আমীরুল ইসলাম আলম,মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া বেগম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ শাকিল খন্দকার, প্রাণী সম্পদ অধিদপ্তরের ডাঃ শাহাদাত হোসেন, অতিরিক্ত দায়িত্ব প্রাপ্ত মহিলা বিষয়ক কর্মকর্তা পিয়ারা বেগম, উপজেলা পঃ পঃ কর্মকর্তা গৌতম চন্দ্র রায়,মাধ্যমিক একাডেমিক সুপার ভাইজার জান্নাতুল লিজা, লাখাই প্রেসক্লাব সভাপতি এডঃ আলী নোয়াজ, লাখাই উপজেলা প্রেসক্লাব সভাপতি আবুল কাশেম, প্রধান শিক্ষক আকতার ফারুক, আরো উপস্থিত ছিলেন সুচনার টেকনিক্যাল কর্মকর্তা বিকাশ চন্দ্র সাহ, মাকসুদুর রহমান, আলআমীন, এনজিও, জনপ্রতিনিধি সহ বিভিন্ন পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সমন্বয় কমিটির সভায় আলোচক বৃন্দরা বলেন সমাজের মানুষের মাঝে জনসচেতনতা সৃষ্টির মাধ্যমে যার যার অবস্থান থেকে বেশী বেশি করে যার যার বাড়ীর আঙ্গিনায় পুষ্টিকর খাবারের শাকসবজি চাষাবাদ করতে হবে এবং মৌসুমি ফল প্রচুর পরিমানে খাদ্যাভাস গড়ে তুলার জন্য আলোচকবৃন্দ আহবান জানান।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *