এম ইয়াকুব হাসান অন্তর,
হবিগন্জ প্রতিনিধিঃ
হবিগঞ্জ শহরের কামড়াপুর ব্রীজের খোয়াই নদীর পাড় থেকে নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে সদর থানার পুলিশ লাশটি উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে প্রেরণ করেন।
জানা যায়, গতকাল বিকেলে টোকাই একটি ছেলে কাগজ কুড়ানোর সময় শিশুটিকে কার্টুন ভিতরে দেখতে পেয়ে চিৎকার শুরু করে। এ সময় স্থানীয় লোকজন এসে নবজাতকের মৃত দেহ দেখতে পায়। পরে তারা বিষয়টি সদর থানায় অবগত করা হলে এসআই নাজমুল হাসান লাশটি উদ্ধার করে মর্গে প্রেরণ করেন।
শেয়ার করুন