হবিগন্জের লাখাইয়ে পুলিশের অভিযানে ২কেজি গাঁজা সহ গ্রেপ্তার ২

হবিগঞ্জ

এম ইয়াকুব হাসান অন্তর।
হবিগনজ প্রতিনিধিঃ

হবিগঞ্জের লাখাইয়ে পুলিশের অভিযানে ২ কেজি গাঁজা সহ ২ মাদককারবারী কে গ্রেপ্তার করেছে লাখাই থানার পুলিশ।
লাখাই থানা সুত্রে জানা যায় ৯ অক্টোবর রবিবার গোপন সংবাদের ভিওিতে লাখাই থানার এস আই ফজলে রাব্বী ও এস আই দেবাশীষ তালুকদার সঙ্গীয় পুলিশ ফোর্স সহ সকাল ৯টা ১৫ মিনিটে বামৈ ইউনিয়নের বামৈ তিন পুল নামক স্থানে অভিযান চালিয়ে হবিগঞ্জ জেলার মাধবপুর থানাধীন নারায়নপুর গ্রামের মোঃ সাইদুলের ছেলে মোঃ রাব্বী(২০) ও টাঙ্গাইল জেলার গোপালপুর থানাধীন পোড়াবাড়ী গ্রামের মোঃ আঃ রহিমের ছেলে মোঃ হাকিম(২৪) কে ২ কেজি গাঁজা সহ গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে।
গ্রেপ্তারকৃত আসামীদের নামে লাখাই থানায় মাদক আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের ৯ অক্টোবর হবিগঞ্জ জেলা সদরে সংশ্লিষ্ট আদালতে সোফর্দ করা হয়েছে।
গ্রেপ্তারের বিষয়টি লাখাই থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ নুনু মিয়া নিশ্চিত করে বলে এই অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *