সিলেটে হযরত শাহ পরাণ (রঃ আঃ) বাৎসরিক উরস মোবারক চিরাচরিত নিয়ম অনুযায়ী আগামী ১, ২, ৩ অক্টোবর ২০২২ইং এবং ৪,৫,৬ রবিউল আওয়াল ১৪৪৪ হিজরি ও ১৬, ১৭, ১৮ আশ্বিন ১৪২৯ বাংলা রোজ শনিবার থেকে সোমবার কুতুবুল আফতাব শেখউল মাশায়েখ শাহেন শাহ অলি হযরত হযরত শাহ পরাণ (রঃ আঃ) সাহেবের পবিত্র উরুস মোবারক অনুষ্ঠিত হবে।
হযরত হযরত শাহ পরাণ (রঃ আঃ) সাহেবের পবিত্র উরুস মোবারকে শনিবার সকাল ৯টায় হইতে খতমে কোরআন, বাদ আসর দোয়া ও জিকির আজকার মিলাদ মাহফিল। রবিবার সকাল ১০টায় হইতে গিলাফ চরানো। সোমবার সারারাত জিকির আজকার, খতমে কোরআন, মিলাদ মাহফিল রাত ৩টায় ফাতেহা পাঠ ও আখেরী মোনাজাত, বাদ ফজর শিন্নি বিতরণ।
জাতি ধর্ম নির্বিশেষে হযরত শাহ পরাণ (রঃ আঃ) সাহেবের ভক্তবৃন্দ উরুস মোবারকে যোগদান করার জন্য সকলকে অনুরোধ জানিয়েছেন হযরত শাহ পরাণ (রঃ আঃ) দরগাহ শরিফের খাদিম, মোতাওয়াল্লী আলহাজ্ব সৈয়দ মামুনুর রশিদ।
শেয়ার করুন