হাদির মৃত্যু নিয়ে যা বলছে আন্তর্জাতিক গণমাধ্যম

বাংলাদেশ

জুলাই বিপ্লবের অগ্রসেনানী ও ভারতীয় আধিপত্যবাদবিরোধী বলিষ্ঠ কণ্ঠস্বর শরিফ ওসমান হাদির মৃত্যু নিয়ে সংবাদ প্রকাশ করেছে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম। কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরা শিরোনাম করেছে— “বাংলাদেশের ছাত্র বিক্ষোভের নেতার সিঙ্গাপুর হাসপাতালে মৃত্যু”। প্রতিবেদনে বলা হয়, চিকিৎসকরা সর্বোচ্চ চেষ্টা চালালেও তাকে বাঁচানো সম্ভব হয়নি। হাদির মৃত্যুর পর রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষুব্ধ সমর্থকদের বিক্ষোভের কথাও উল্লেখ করা হয়।

হাদির মৃত্যুকে কেন্দ্র করে বাংলাদেশে বিক্ষোভ ও অস্থিরতার খবর প্রকাশ করেছে ভারতের একাধিক গণমাধ্যম। এনডিটিভি শিরোনাম করেছে— “ছাত্রনেতার মৃত্যুর পর বাংলাদেশ উত্তাল, গণমাধ্যমের কার্যালয়ে আগুন”। টাইমস অব ইন্ডিয়া জানায়, হাদির মৃত্যুর পর বাংলাদেশে ব্যাপক বিক্ষোভ ছড়িয়ে পড়ে এবং বিভিন্ন স্থানে ভারতবিরোধী প্রতিবাদ হয়।

দ্য হিন্দু তাদের প্রতিবেদনে শিরোনাম দেয়— “তরুণ নেতা হাদির মৃত্যুর পর বাংলাদেশে সহিংসতা; গণমাধ্যম কার্যালয়ে আগুন”। আনন্দবাজার পত্রিকাও লিখেছে— “রাতভর বিক্ষোভ বাংলাদেশে! ভাঙচুরের পর অগ্নিসংযোগ সংবাদপত্রের অফিসে”— যেখানে দেশের বিভিন্ন স্থানে হামলা ও ভাঙচুরের চিত্র তুলে ধরা হয়।এছাড়া পাকিস্তানের গণমাধ্যম জিও টিভি জানায়, তরুণ নেতার মৃত্যুতে বাংলাদেশজুড়ে ব্যাপক বিক্ষোভ হয়েছে। হাদির মৃত্যুকে ঘিরে বাংলাদেশে চলমান পরিস্থিতি নিয়েআরও বেশ কয়েকটি আন্তর্জাতিক গণমাধ্যমও আলাদা আলাদা প্রতিবেদন প্রকাশ করেছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *