স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে শিক্ষিত নাগরিকের বিকল্প নেই:
নুরুল ইসলাম নাহিদ এমপি
সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ ডিজিটাল হয়েছে। এখন বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপান্তরিত করার সময়। স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে শিক্ষিত নাগরিকের বিকল্প নেই।
হাফিজ মজুদমদার শিক্ষা ট্রাস্টের ৩৮তম বৃত্তি প্রদান অনুষ্ঠানে অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। রবিবার (২২ জানুয়ারি) সকালে সাজ্জাদ মজুমদার বিদ্যানিকেতন প্রাঙ্গণে হাফিজ মজুমদার শিক্ষা ট্রাস্টেরর ৩৮তম বৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সভাপতির বক্তব্যে হাফিজ মজুমদার ট্রাস্টের প্রতিষ্ঠাতা ড. হাফিজ আহমদ মজুমদার এমপি বলেন, মেধাবী শিক্ষার্থীরা পড়ালেখার পর্যাপ্ত সুযোগ-সুবিধার অভাবে যাতে ঝরে না যায়, সেজন্য প্রতিবছর আমরা বৃত্তি প্রদান করে থাকি। আমাদের আগামী প্রজন্মকে শিক্ষিত জাতি হিসেবে গড়ে তুলতে আমাদের সকলের সম্মিলিত প্রচেষ্ঠা দরকার।
শুভ্রকান্তি দাশ চন্দন ও খায়রুল আলমের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন রেডক্রিসেন্ট সোসাইটির ভাইস চেয়ারম্যান ডা. মো. হাবিবে মিল্লাত মুন্না এম.পি, জকিগঞ্জ উপজেলার চেয়ারম্যান ও হাফিজ মজুমদার শিক্ষা ট্রাস্টের সচিব লোকমান উদ্দিন চৌধুরী, কানাইঘাট উপজেলা চেয়ারম্যান আব্দুল মোমীন চৌধুরী, জকিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা একেএম ফয়সল আহমদ, পূবলী ব্যাংকের চেয়ারম্যান হাবিবুর রহমান, পূবালী ব্যাংকের পরিচালক রানা লায়লা হাফিজ মজুমদার, ডক্টর উবায়দুর রব, জেলা পরিষদের সদস্য ইফজাল আহমদ চৌধুরী, জেলা পরিষদের সদস্য মস্তাক আহমদ পলাশ, হাফিজ মজুমদার শিক্ষা ট্রাস্টের জকিগঞ্জের চেয়ারম্যান মেজর (অব.) নাজিম উদ্দীন মজুমদার, প্রফেসর ড.কবির এইচ চৌধুরী, জেলা পরিষদের সদস্য সাজনা সুলতানা হক চৌধুরী, ইমাম উদ্দিন চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান মাজেদা রওশন শ্যামলী, ভাইস চেয়ারম্যান মাওলানা আব্দুস সবুর, স্কলার্সহোম শাহী ঈদগাহ শাখার অধ্যক্ষ লে. কর্ণেল মুনির আহমেদ কাদেরী (অব.), জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোশাররফ হোসেন, জাফলং ভ্যালী বোর্ডিং স্কুলের প্রিন্সিপাল প্রফেসর তসলিম উদ্দিন, হাফসা মজুমদার মহিলা ডিগ্রী কলেজের প্রিন্সিপাল নিয়াজুর রহমান, মেজরটিলা ক্যাম্পাসের প্রিন্সিপাল ফয়জুল হক, শিবগঞ্জ ক্যাম্পাসের প্রিন্সিপাল প্রাণবন্ধু বিশ্বাস, পাঠানটুলা ক্যাম্পাসের ভাইস প্রিন্সিপাল মো. আজিজুর রহমান, দক্ষিণ সুরমা ক্যাম্পাসের প্রিন্সিপাল রুমানা আক্তার, এডভোকেট আব্বাস উদ্দীন, এডভোকেট ইসতিয়াক আহমদ চৌধুরী, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুস সালাম প্রমূখ।
স্কলার্সহোম শাহী ঈদগাহ ক্যাম্পাসের অধ্যক্ষ লে. কর্ণেল মুনীর আহমদ কাদেরী বলেন, শিক্ষিত জাতি গড়ে তুলতে হাফিজ মজুমদার ট্রাস্টের এই প্রশংসনীয় উদ্যোগ জাতি গর্বের সঙ্গে স্মরণ রাখবে। মেধাবীদের পর্যাপ্ত সুযোগ-সুবিধা প্রদানের মাধ্যমে হাফিজ মজুমদার ট্রাস্ট ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ হিসেবে রূপান্তরিত হচ্ছে। প্রতিবছর বিপুল সংখ্যক শিক্ষার্থীরা বৃত্তি পাচ্ছে। এই শিক্ষার্থীরাই ভবিষ্যতের স্মার্ট বাংলাদেশের নেতৃত্ব প্রদান করবে।
উল্লেখ্য, ট্রাস্ট অঞ্চলভূক্ত প্রাথমিক ও মাধ্যমিক স্তরের ২১১টি শিক্ষা প্রতিষ্ঠানের ৪০২৪ জন পরীক্ষার্থী এ মেধা-বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছে এবং তন্মধ্যে ৬৪২ (প্রাথমিক স্তরে ৩৩৮ জন ও মাধ্যমিক স্তরে ৩০৮ জন) জন কৃতি ছাত্র-ছাত্রীবৃন্দকে আনুষ্ঠানিকভাবে সম্মাননা প্রদান করা হয়।