২য় বিশ্বনাথ মিডিয়া কাপের ‘জার্সি উন্মোচন ও ড্র’ অনুষ্ঠিত

বাংলাদেশ

বিশ্বনাথ প্রতিনিধি : বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সিলেটের বিশ্বনাথে প্রবাসীদের অর্থায়নে ও গণমাধ্যমকর্মীদের অংশগ্রহনে অনুষ্ঠিত ২য় বিশ্বনাথ মিডিয়া কাপের ‘জার্সি উন্মোচন ও ড্র’ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৪ ফেব্রুয়ারী) রাতে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে টুর্ণামেন্টের পৃষ্ঠপোষক ও অংশগ্রহনকারী গণমাধ্যমকর্মীদের উপস্থিতিতে ‘জার্সি উন্মোচন ও ড্র’ অনুষ্ঠিত হয়। বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের সভাপতি সাইফুল ইসলাম বেগ’র সভাপতিত্বে অনুষ্ঠিত ‘জার্সি উন্মোচন ও ড্র’ অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন টুর্ণামেন্টের পৃষ্টপোষক বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের ট্রাস্টি ও আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী সেবুল মিয়া, লক্ষ টাকার ফুটবল টুর্ণামেন্টের প্রধান সমন্বয়ক ও আসন্ন পৌরসভা নির্বাচনের সম্ভাব্য মেয়র পদপ্রার্থী মুমিন খান মুন্না, যুক্তরাষ্ট্র প্রবাসী ও বিশ্বনাথ গরিব কল্যাণ ফাউন্ডেশনের চেয়ারম্যান আব্দুল কালাম, লন্ডন বাংলা প্রেসক্লাবের সদস্য আবুল কালাম, প্রবীন সাংবাদিক আব্দুল আহাদ, সমাজসেবক হেলাল আহমদ।

বিশ্বনাথ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী শিপন ও বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আক্তার আহমদ শাহেদের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত ‘জার্সি উন্মোচন ও ড্র’ অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক সভাপতি কাজী মুহাম্মদ জামাল উদ্দিন, তজম্মুল আলী রাজু, বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি কামাল মুন্না, সাবেক সভাপতি আশিক আলী, বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্বাস হোসেন ইমরান। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন বিশ্বনাথ প্রেসক্লাবের সদস্য আব্দুস সালাম মুন্না। স্বাগত বক্তব্য রাখেন ‘বিশ্বনাথ মিডিয়া কাপ’র দুই সমন্বয়ক বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক প্রনঞ্জয় বৈদ্য অপু ও জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্য নবীন সুহেল। ২য় বিশ্বনাথ মিডিয়া কাপের পৃষ্টপোষকতা করা ‘যুক্তরাজ্য ও য়ুক্তরাষ্ট্র’ প্রবাসীরা হলেন- বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের সাধারণ সম্পাদক গোলজার খান, ট্রাস্টি ও আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী সেবুল মিয়া, লক্ষ টাকার ফুটবল টুর্ণামেন্টের প্রধান সমন্বয়ক ও আসন্ন পৌরসভা নির্বাচনের সম্ভাব্য মেয়র পদপ্রার্থী মুমিন খান মুন্না, চেম্বার অব কর্মাস লন্ডন রিজিয়নের সদস্য তোফাজ্জল আলম তোফায়েল, বিশ্বনাথ গরিব কল্যাণ ফাউন্ডেশনের চেয়ারম্যান আব্দুল কালাম, শেখ তাহির আলী শাহ্ ফাউন্ডেশনের চেয়ারম্যান শেখ আবুল বাশার। ‘বিশ্বনাথ প্রেসক্লাব, বিশ্বনাথ মডেল প্রেসক্লাব ও বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়ন’র সদস্যদের অংশগ্রহনে অনুষ্ঠিত ‘২য় বিশ্বনাথ মিডিয়া কাপ’র প্রতিযোগীতাগুলো হল- ‘দাবা, গাফলা, ছক্কালুডু, ক্যারাম (একক), ক্যারাম (দ্বৈত), ব্যাডমিন্টন (দ্বৈত), ফুটবল ও ক্রিকেট’।সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *