সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনকে সামনে রেখে শুক্রবার (২ জুন) প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। সিলেট সিটি করপোরেশন নির্বাচনে ৩৩ নম্বর ওয়ার্ডে কাউন্সিলার পদপ্রার্থী ইন্দ্রজিত বিশ্বাস প্রদীপ প্রতীক।
সিলেট জালালাবাদ গ্যাস মিলনায়তনে নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ফয়সল কাদেরের কাছ থেকে তিনি তার নির্বাচনী প্রতীক (প্রদীপ মার্কা ) গ্রহন করেন।
প্রতীক গ্রহণ করে তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, আগামী ২১ জুন জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
৩৩ নম্বর ওয়ার্ড একটি গুরুত্বপূর্ণ ওয়ার্ড। এখানকার জনসাধারণ খুবই সচেতন। সর্বস্তরের মানুষকে সাথে নিয়ে একটি সুন্দর ও পরিকল্পিত ওয়ার্ড গঠন করা হবে আমার প্রধান লক্ষ। নির্বাচনে তিনি সকলের কাছে প্রদীপ মার্কায় ভোট প্রার্থনা এবং সকলের সহযোগিতা কামনা করেন।
শেয়ার করুন