৩৫ প্রত্যাশীদের আল্টিমেটাম, নতুন কর্মসূচি ঘোষণা

জাতীয়

সরকারি চাকরিতে প্রবেশের বয়স বাড়িয়ে ৩৫ করার দাবিতে রাজধানীর শাহবাগে আয়োজিত ‘মার্চ ফর ৩৫’ পুলিশি বাধার মুখে পণ্ড হয়ে গেছে বলে অভিযোগ উঠেছে। পরে নতুন কর্মসূচির ঘোষণা দিয়ে শাহবাগ ছাড়েন চাকরিতে ৩৫ প্রত্যাশী শিক্ষার্থীরা।

শনিবার দুপুর ১টার দিকে পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী তারা “মার্চ ফর ৩৫” নিয়ে বাংলা মোটর অভিমুখে পদযাত্রা শুরু করেন। তবে শাহবাগ থানার সামনে পর্যন্ত এলে পুলিশ সদস্যরা তাদের থামিয়ে দেন। এরপর সেখানে বসেই তারা তাদের দাবির পক্ষে স্লোগান দিতে থাকেন। এরপর তারা ৩০ সেপ্টেম্বর পর্যন্ত আল্টিমেটাম দিয়ে স্থান ত্যাগ করেন।

এ বিষয়ে চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ প্রত্যাশী শিক্ষার্থী সমন্বয় পরিষদের অন্যতম সংগঠক মো. হারুন বলেন, আজকে আমরা ঘুরে যাচ্ছি এর মানে এই না যে আমরা আমাদের দাবি থেকে সরে আসছি। আগামী ৩০ সেপ্টেম্বর আমাদের সমাবেশ রয়েছে। যদি এর মধ্যে আমাদের দাবি বাস্তবায়ন না করা হয়, আমরা আরো কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবো।

পুলিশ বাধার অভিযোগ সঠিক নয় বলে দাবি করেন শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালিদ মনসুর। তিনি গণমাধ্যমে বলেন, আন্দোলনকারীরা জাদুঘরের সামনে অবস্থান করছিল। পুলিশ তাদের কোনো বাধা প্রদান করেনি। একপর্যায়ে তারা ঐ স্থান ত্যাগ করে।

সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছর নির্ধারণের জন্য দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছেন চাকরি প্রার্থীরা। গত সরকারের আমলে এ নিয়ে সংসদে আলোচনাও হয়েছে। তবে এটি বাস্তবায়ন করার কোনো সিদ্ধান্ত হয়নি।

এদিকে সম্প্রতি বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে অবসরের বয়সসীমা ৬৫ বছরে উন্নীত করার প্রস্তাব দেওয়া হয়েছে। সেখানে চাকরিতে প্রবেশের বয়স ৩৫ করারও দাবি জানানো হয়েছে।

বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের ঐ দাবিটি জনপ্রশাসন মন্ত্রাণলয়ে পাঠিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *