৪১ বল হাতে রেখেই ৯ উইকেটে জয় বাংলাদেশের

খেলাধুলা

সিরিজের প্রথম ম্যাচটি ৩৯ বল ও ৮ উইকেট হাতে রেখে জিতেছিল বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে জয় আরও বড় ব্যবধানে- ৪১ বল ও ৯ উইকেট হাতে রেখে আসে।

১৪তম ওভারের প্রথম বলেই কাইল ক্লাইনকে চার মেরে দলকে জয় এনে দেন ছক্কা রেকর্ড গড়া ওপেনার তানজিদ হাসান।

বাংলাদেশের ইনিংসে চতুর্থ ওভারের শেষ বলে ছক্কা মেরে এক পঞ্জিকাবর্ষে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি ছক্কার রেকর্ড গড়েছিলেন পারভেজ হোসেন।

তবে নবম ওভারের প্রথম বলেই তানজিদ হাসান ম্যাক্স ও’ডাউডকে মাথার ওপর দিয়ে ছক্কা মেরে পারভেজের রেকর্ডে ভাগ বসান।

২০২৫ সালের এই সংস্করণে তানজিদ হাসানের ছক্কার সংখ্যা এখন ২৩টি, যেখানে পারভেজের ছিল ২২টি। এ বছরের আন্তর্জাতিক টি–টোয়েন্টিতে এটি তার ২২তম ছক্কা।

বাংলাদেশের ২০ ওভারের ক্রিকেটে এক পঞ্জিকাবর্ষে সর্বাধিক ছক্কার রেকর্ডে তানজিদ পারভেজের রেকর্ড ভেঙেছেন এবং এভাবে পারভেজ ও তানজিদ মিলিয়ে ২০২৪ সালে তাওহিদ হৃদয় ও জাকের আলীর গড়া ২১ ছক্কার রেকর্ডও ছাড়িয়ে যাচ্ছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *