সিলেট জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান হিসাবে দায়িত্ব গ্রহণকালে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খান-কে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সিলেট মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
রোববার (২০ নভেম্বর) দুপুরে জেলা পরিষদ কার্যালয়ে মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ ও সাধারণ সম্পাদক অধ্যাপক মোঃ জাকির হোসেনের নেতৃত্বে তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
নেতৃবৃন্দ বলেন, সাবেক তুখোড় এই ছাত্রনেতা জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাঁর সততা ও নিষ্ঠার মাধ্যমে জেলা পরিষদের কার্যক্রম পরিচালনা করবেন। জেলা পরিষদকে জনকল্যাণমুখী প্রতিষ্ঠানে পরিনত করবেন। ইউনিয়ন পরিষদ, পৌরসভা ও উপজেলা পরিষদকে সমন্বয় করে ব্যাপক উন্নয়ন কর্মকান্ড পরিচালনা করবেন এবং মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকারের উন্নয়নকে গ্রাম থেকে শহর সকল জায়গায় পৌঁছে দিবেন, ইনশাআল্লাহ।
শেয়ার করুন