আজমিরীগঞ্জ (হবিগঞ্জ)
হবিগঞ্জের আজমিরীগঞ্জে দৈনিক যায় যায় দিনের ১৮ তম প্রতিষ্টা বার্ষিকী পালন করা হয়েছে।
বৃহস্পতিবার (৮ জুন) দুপুর ১২ টায় উপজেলা পরিষদের সভাকক্ষে যায় যায় দিনের প্রতিষ্টা বার্ষিকী পালন উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়।
আজমিরীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি স্বপন বনিকের সভাপতিত্বে ও সাবেক সাধারন সম্পাদক ও দৈনিক গণকণ্ঠের প্রতিনিধি এবায়দুর রহমান রাসেল ও বর্তমান সাধারণ সম্পাদক ও যায় যায় দিনের প্রতিনিধি আবু হেনার সঞ্চালনায় কেক কাটা ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মর্তুজা হাসান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) শফিকুল ইসলাম, কৃষি কর্মকর্তা বনি আমিন খান, মৎস্য কর্মকর্তা আনিসুর রহমান, আজমিরীগঞ্জ থানার উপ-পরিদর্শক আনোয়ার হোসেন ।
আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা একরামুল হোসেন, জনস্বাস্থ্য প্রকৌশলী রবিউল আলম,উপজেলা খাদ্য নিয়ন্ত্রক বকুল কুমার বৈদ্য, আজমিরীগঞ্জ এমালগেমেটেড সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহসান মোস্তফা, এলজিইডির সার্ভেয়ার আপেল মাহমুদ মেহেদী, পারভেজ আলম, পৌরসভার কার্য সহকারী বিশ্বজিৎ নাগ মিঠু, দৈনিক কালবেলার আজমিরীগঞ্জ প্রতিনিধি এনামুল হক মিলাদ, দৈনিক শ্যামল সিলেটের প্রতিনিধি সেন্টু আহমেদ জিহান, নয়া শতাব্দীর প্রতিনিধি ফরহাদ চৌধুরী, প্রতিনিধি সিলেটের দৈনিক বিজয়ের কন্ঠ, রাইসুল ইসলাম নাঈম কাউসার, রুজেল,মোজাহিদ সহ উপজেলায় কর্মরত বিভিন্ন মিডিয়ার সাংবাদিক বৃন্দ প্রমুখ।
শেয়ার করুন