সিলাম ইউনিয়নে ১ কোটি ৫৮ লক্ষ টাকা বাজেট ঘোষণা

সিলেট

সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার সিলাম ইউনিয়ন পরিষদের ২০২৩-২৪ অর্থ বছরের ১ কোটি ৫৭ লক্ষ ৯৫ হাজার টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (৮ জুন) দুপুরে ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এ উপলক্ষে এক সভার আয়োজন করা হয়।
ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ ওলিদুর রহমানের সভাপতিত্বে ও ইউপি সদস্য মোঃ মুজাম্মিল আহমদের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সিলাম ইউপি সচিব শিপুল চন্দ্র দাস।
বাজেট বক্তৃতায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ ওলিদুর রহমান বলেন, সরকার জনগণের দোড়গোড়ায় সেবা পৌছে দিতে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। এজন্য ইউনিয়ন পরিষদকে একটি জনবান্ধব প্রতিষ্টানে পরিণত করতে বিভিন্ন কর্মসুচি বাস্তবায়ন করছে। আমাদের উচিত সরকারের এসব সেবা গ্রহণে আরও সচেতন হওয়া।
তিনি বলেন, স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হলে ইউনিয়ন পরিষদকে শক্তিশালী করতে হবে। এজন্য ইউনিয়নবাসীকে নিয়মিত কর পরিশোধ করতে হবে। তিনি একটি আদর্শ ইউনিয়ন গঠনে ও সার্বিক উন্নয়নে সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন।
উম্মুক্ত বাজেট অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বিশিষ্ট সমাজসেবী আব্দুল মালেক, দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামীলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক জালাল উদ্দিন, দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম, ইউপি সদস্য সুয়েল আহমদ, আমিরুল ইসলাম মাসুম, মোঃ আলতাব আলী, মোঃ আহমদ আলী, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ শাহিন আহমদ, ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ সভাপতি মোঃ আব্দুল আহাদ, যুবলীগ নেতা শাহ খালেদ আহমদ, সিলেট জেলা ছাত্রলীগ নেতা আব্দুর রহমান, শাহ শিপলু প্রমুখ।
বাজেট অনুষ্ঠানে ইউনিয়নের বিভিন্ন শ্রেণীপেশার সাধারণ নাগরিকবৃন্দ ছাড়াও পরিষদের কর্মকর্তা কর্মচারিবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *