২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস উপলক্ষে ভাষা শহীদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেছেন সিলেট মহানগর স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ। মঙ্গলবার (২১শে ফেব্রুয়ারি) সকালে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয় হয়।
শ্রদ্ধা নিবেদনকালে উপস্থিত ছিলেন সিলেট মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও ৭নং ওয়ার্ড কাউন্সিলর আফতাব হোসেন খান, সাধারণ সম্পাদক দেবাংশু দাস মিঠু, সহ-সভাপতি মুজিবুর রহমান মালদার, জাহাঙ্গীর আলম, সফিকুল ইসলাম সফিক, এম এ রশিদ, সাংগঠনিক সম্পাদক মুমিনুর রশিদ সুজন, ওয়ালী উল্ল্যাহ বদরুল, সহ-প্রচার সম্পাদক রাজেশ দাশ রাজু, অর্থ বিষয়ক সম্পাদক শাহানুর আলম, প্রকাশনা বিষয়ক সম্পাদক আতিকুর রহমান আতিক, নাট্য বিষয়ক সম্পাদক রুহিন আহমদ, সদস্য সাইফুল আলম সিদ্দিকি, আবুল কালাম, আব্দুল হাদী সুহেল, আল সাদিক দুলাল, সায়মন আহমদ, আনোয়ার হোসেন, চয়ন দাস, ৬নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আব্দুল আহাদ আরিফ, ৭নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আব্দুল হাসিম, ১৫নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ওয়াজি আহমদ অমু, ২২ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক সাধারণ সম্পাদক ফুয়াদ বকসি মামুন, ২৩নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মুহিত আহমদ মুন্না প্রমুখ।
শেয়ার করুন