আম্বার আইটি’র ছাতক শাখার উদ্বোধন

সুনামগঞ্জ

সেলিম মাহবুব, ছাতকঃ

ছাতকে অত্যাধুনিক প্রযুক্তি নির্ভর ওয়াই-ফাই কোম্পানী আম্বার আইটি’র শাখা উদ্বোধন করা হয়েছে। আম্বার আইটি এখন আপনার ছাতক শহরে। বুধবার দুপুরে শহরের চন্দ্রনাথ বালিকা বিদ্যালয় রোড এলাকার পুরাতন এক্সচেঞ্জ ভবনে আম্বার আইটি ছাতক শাখার আনুষ্ঠানিক উদ্বোধন করেন ছাতক লাইমষ্টোন ইম্পোটার্স এন্ড সাপ্লায়ার্স গ্রুপের প্রেসিডেণ্ট, সুনামগঞ্জ চেম্বার অব কমার্স ইন্ডাষ্ট্রিজের পরিচালক আহমদ শাখাওয়াত সেলিম চৌধুরী। উদ্বোধনের আগে আম্বার আইটি ছাতক শাখার ব্যবস্থাপনা পরিচালক নূরুজ্জামান চৌধুরী সম্রাটের সভাপতিত্বে এবং আম্বার আইটি’র সহকারী ব্যবস্থাপক রিয়াজ হোসেন ও ছাতক সরকারী ডিগ্রি কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি রিয়াদ আহমদ চৌধুরীর যৌথ পরিচালনায় অনুষ্ঠিত উদ্বোধনী সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, ছাতক লাইমষ্টোন ইম্পোটার্স এন্ড সাপ্লায়ার্স গ্রুপের প্রেসিডেন্ট, সুনামগঞ্জ চেম্বার অব কমার্সের পরিচালক আহমদ শাখাওয়াত সেলিম চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ছাতক সরকারী ডিগ্রি কলেজের প্রাক্তন অধ্যক্ষ মঈন উদ্দিন আহমদ, ছাতক প্রেসক্লাবের সভাপতি সৈয়দ হারুন অর রশীদ, ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, পৌর কাউন্সির ইরাজ মিয়া, হাজী নাজিমুল হক, হাজী ছালেক মিয়া, শফিকুল ইসলাম, সাবেক কাউন্সিলর নওশাদ মিয়া। সভায় স্বাগত বক্তব্য রাখেন আম্বার আইটি’র সিলেট বিভাগীয় প্রতিনিধি এসিষ্টেন্ট জেনারেল ম্যানেজার মহসিন আলম। বক্তব্য রাখেন, আম্বার আইটি’র সহকারী ব্যবস্থাপক,(উন্নয়ন ও ব্যবসা) বন্ধন ঘোষ, সহকারী ব্যবস্হাপক সঞ্জিব চৌধুরী, গ্রাহক, বিশিষ্ট ব্যবসায়ী সুজিত পাল প্রমূখ। উদ্বোধন উপলক্ষে শহরের বের করা হয় এক বর্নাঢ্য র্যালী।##

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *