সুনামগঞ্জে বন্যায় নিহতদের পরিবারে জামায়াতের আর্থিক সহায়তা ও গো খাদ্য বিতরণ

সুনামগঞ্জ

ভয়াবহ বন্যার বিশাল ক্ষতি কাটিয়ে উঠা হাওরাঞ্চলের মানুষের জন্য কষ্টকর –সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন, ভয়াবহ বন্যায় বিপর্যস্ত পুরো সুনামগঞ্জ। হাওরাঞ্চল খ্যাত জেলাটিতে বন্যায় এত বিশাল ক্ষতি হয়েছে, যা কাটিয়ে উঠা এ অঞ্চলের মানুষের জন্য খুবই কঠিন। বিশেষ করে এই বন্যায় যারা প্রাণ হারিয়েছেন তাদের পরিবারের সদস্যদের স্বজন হারানোর বেদনা আমরা কিছুটা অনুভব করতে পারি। বন্যায় নিহত ৩০ জনের পরিবারকে আমাদের পক্ষ থেকে আর্থিক সহায়তা কিছুটা হলেও পুনর্বাসনে সহায়ক ভুমিকা রাখলে আমাদের প্রচেষ্টা সফল হবে। মজলুম কাফেলা বাংলাদেশ জামায়াতে ইসলামী বন্যার শুরু থেকে সাধ্যের সবটুকু সামর্থ নিয়ে সিলেট সুনামগঞ্জ সহ দেশের বন্যাদূর্গত এলাকার বন্যার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে। দেশের সকল বন্যাদূর্গত এলাকায় জামায়াতের মানবিক কার্যক্রম এখনো অব্যাহত রয়েছে। বন্যা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত আমাদের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।

তিনি সোমবার জামায়াতের উদ্যোগে সুনামগঞ্জ জেলায় বন্যায় নিহত ৩০ জনের পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান ও বন্যাদূর্গত এলাকায় ক্ষতিগ্রস্তদের মাঝে গো খাদ্য বিতরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।

সুনামগঞ্জ জেলা আমীর মাওলানা তোফায়েল আহমদ খানের সভাপতিত্বে ও সেক্রেটারী মোমতাজুল হাসান আবেদের পরিচালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী জেনারেল এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।

অনুষ্ঠানে সুনামগঞ্জ জেলায় বন্যায় নিহত ৩০ জনের পরিবারের নিকট প্রতিটি পরিবারের জন্য নগদ ৫০ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয়।

এছাড়া পৃথক অনুষ্ঠানে তিনি জেলাব্যাপী খামারীদের মধ্যে গো খাদ্য বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন। এসময় জেলার সকল উপজেলা ও পৌর জামায়াতের দায়িত্বশীলবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *