ইতালিতে পাকিস্তানির বোতলের আঘাতে বাংলাদেশির মৃত্যু

জাতীয়

ইতালিতে ‘পাকিস্তানি এক নাগরিকের বোতলের আঘাতে’ এক বাংলাদেশি নিহত হয়েছেন।

নিহতের নাম মাসুদুর রহমান (৪৫), বাড়ি নোয়াখালী সদর উপজেলার ছয় নাম্বার নোয়াখালী ইউনিয়নের পশ্চিম চর উড়িয়া গ্রামে।

স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে দেশটির রাজধানী রোমের কলোসিয়ামের পাশে এ ঘটনা ঘটে। মৃত্যু সংবাদটি নিশ্চিত করেছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত শামীম আহসান।

প্রবাসীরা জানান, নিহত মাসুদ পেশায় একজন হকার ছিলেন। প্রতিদিনের মতো সেদিনও তিনি কলোসিয়াম এলাকার কল্লে অপ্পিয়ো পার্কে বেচাকেনা শেষে বিশ্রাম নিতে যাচ্ছিলেন। এসময় সেখানে থাকা একটি সাইকেলের উপর বসাকে কেন্দ্র করে এক পাকিস্তানি নাগরিকের সঙ্গে তার বাকবিতণ্ডা হয়।

এক পর্যায়ে ওই পাকিস্তানি একটি বিয়ারের বোতল দিয়ে মাসুদুরের মাথায় আঘাত করে। এতে অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয় বলে প্রবাসীদের অভিযোগ।

তবে এ ঘটনার পরপরই স্থানীয় পুলিশ অভিযুক্ত ওই পাকিস্তানি নাগরিককে গ্রেপ্তার করেছে। বর্তমানে তিনি রোম ক্যারাবিয়ান পুলিশের হেফাজতে রয়েছেন।

এ বিষয়ে রাষ্ট্রদূত শামীম আহসান বলেন, “বিষয়টি আমরা শুনেছি এবং ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। নিহতের পক্ষ থেকে এখন পর্যন্ত কেউ আমাদের সঙ্গে যোগাযোগ করেনি। দূতাবাসের পক্ষ থেকে নিহতের দেশে থাকা পরিবারের লোকজনের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে। পরিবারের মতামতের উপর ভিত্তি করে আমরা পরবর্তী ব্যবস্থা নেবো।”

নিহত মাসুদুর দীর্ঘ আট বছর ধরে ইতালির রাজধানীর রোমে বসবাস করছিলেন। দেশে তার স্ত্রী এবং ২২ ও ৮ বছরের দুই ছেলে রয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *