“এক হাজার ‘প্রান্তিক কৃষকদের মাঝে বিনামুল্যে বীজ ও সার বিতরণ “

সিলেট

কোম্পানীগঞ্জ প্রতিনিধি -:

আজ রবিবার কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদ হল রুমে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কোম্পানীগঞ্জ উপজেলার আয়োজনে এক হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে আউশ ধান উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়।

উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকতা সঞ্জয় কুমার দাসের সঞ্চালনায় ও উপজেলা নির্বাহী অফিসার সুনজিত কুমার চন্দের সভাপতিত্বে বীজ ও সার বিতরণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট ৪ আসনের এমপি জনাব ইমরান আহমদ।অনুষ্টানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার আব্দুল মতিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলী আমজদ, সাধারণ সম্পাদক আপ্তাব আলী কালা, সহ সভাপতি তেরা মিয়া,যুগ্ন সম্পাদক জাহাঙ্গীর আলম, অখিল চন্দ্র বিশ্বাস, উপজেলা অফিসার ইনচার্জ -গোলাম দস্তগীর।পশ্চিম ইসলামপুর ইউনিয়ন চেয়ারম্যান জিয়াদ আলী, উত্তর রণিখাই ইউনিয়ন চেয়ারম্যান ফয়জুর রহমান, দক্ষিণ রণিখাই ইউনিয়ন চেয়ারম্যান ইকবাল হোসেন এমাদ, পুর্ব ইসলামপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বাবুল মিয়া।

প্রধান অতিথির বক্তব্যে ইমরান আহমদ এমপি বলেন কৃষি নির্ভর বাংলাদেশে প্রযুক্তিগত উন্নয়নে শেখ বঙ্গবন্ধু কন্যার বিকল্প নেই। কৃষকদের ও কৃষি কাজের উন্নয়নে -বঙ্গবন্ধু সরকার সর্বদা আন্তরিক। গ্রামের কৃষকদের জীবনমান উন্নয়নে আমরা অতীতের মত ভবিষ্যতেও কাজ করে যাবো।

উপজেলা কৃষি সসম্প্রসারণ অধিদপ্তরের উপসহকারী কৃষি অফিসার দিলোয়ার হোসেন, উপসহকারী কৃষি অফিসার তানভীর হোসেন,নাসিম হোসেন, মোয়াজ্জেম, আক্তার হোসেন,প্রমুখ।

উপজেলা যুবলীগের যুগ্ন আহবায়ক আব্দুর রহমান, যুবলীগ নেতা জুয়েল সহ অন্যান্য নেতৃবৃন্দ।উপজেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি শামসুল আলম, সিরাজুল হক,রুপক চন্দ্র, সাবেক সাংগঠনিক সম্পাদক সজীবুল ইসলাম জয়।উপজেলা ছাত্রলীগের সভাপতি উমর আলী, যুগ্ন সম্পাদক লুৎফর রহমান, ছাত্রলীগ নেতা মাহবুব আহমদ সহ প্রমুখ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *