ওসমানীনগর উপজেলা পরিষদের আসন্ন নির্বাচন উপলক্ষে ওসমানীনগর উপজেলা আওয়ামীলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে উপজেলার তাজপুরস্থ একটি কমিউনিটি সেন্টারে উপজেলা আওয়ামীলীগের পক্ষ থেকে এই সভার আয়োজন করা হয়। সভায় আসন্ন ওসমানীনগর উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামীলীলীগ মনোনিত প্রার্থীকে বিজয়ী করতে ১০১সদস্য বিশিষ্ট নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়। কমিটিতে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমানকে আহবায়ক ও সাধারণ সম্পাদক আফজালুর রহমান চৌধুরী নাজলুকে সদস্য সচিব করে ১০১সদস্য বিশিষ্ট নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়।
সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সুজাত আলী রফিক, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. নাসির উদ্দিন খাঁন, দপ্তর সম্পাদক আখতারুজ্জামান চৌধুরী জগলু, যুক্তরাজ্য আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামা চৌধুরী।
বক্তব্য রাখেন, জেলা যুবলীগের সভাপতি ও ওসমানীনগর উপজেলা পরিষদ নির্বাচনের আওয়ামীলীগের মনোনিত প্রার্থী শামিম আহমদ ভিপিসহ ওসমানীনগর উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
সভায় বক্তারা বলেন, প্রত্যেক নেতাকর্মীকে এলাকায় এলাকায় আন্তরিক ও ঐক্যবদ্ধ হয়ে কাজ করে নৌকার জয় নিশ্চিত করতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যার হাতে নৌকা তুলে দিয়েছেন তাকেই আমাদের বিজয়ী করতে হবে। তার পক্ষে মাঠে কাজ করতে হবে। মনে রাখতে হবে এটা কোন ব্যক্তির নৌকা প্রতিক নয়। এই প্রতিক আওয়ামীলীগের এই প্রতিক শেখ হাসিনার। তাই সকলে ঐক্যবদ্ধ হয়ে ওসমানীনগর উপজেলা নির্বাচনে আওয়ামী প্রার্থী তথা নৌকা প্রতিককে বিজয়ী করতে মাঠে কাজ করতে হবে।
শেয়ার করুন