ইন্সটাগ্রাম বা অন্যান্য যোগাযোগমাধ্যমে নিজেদের দর্শক তৈরি করতে আকর্ষণীয় বা কখনও কখনও নিছক মজার রিল পোস্টের কোনও বিকল্প হয় না। বলা যেতে পারে ‘রিল ভিডিও’ বর্তমানে সময়ে ট্রেন্ডিংয়ে থাকা নতুন বিনোদনের ক্ষেত্র। টিকটক কিংবা এ জাতীয় বিনোদনে মত্ত থাকা তরুণ-তরুণী থেকে শুরু করে প্রায় সকলের কাছেই এখন জনপ্রিয়।
তবে এবার সেই রিল ভিডিওতে নাচলেন ভারতে রোড সেফটি সিরিজ খেলতে যাওয়া বাংলাদেশ লিজেন্ডসের তারকারা। এই মুহূর্তে টুর্নামেন্টটি খেলার জন্য ভারতে অবস্থান করছে আব্দুর রাজ্জাক, অলক কাপালি, মেহরাব হোসেন অপি, শাহাদাত হোসেনরা।
সম্প্রতি সেখানে একটি রিল ভিডিও করেছেন জাতীয় দলের সাবেক এই ক্রিকেটাররা। বলিউডের জনপ্রিয় গান ‘কালা চশমা’র সঙ্গে নেচেছেন মোহাম্মদ শরীফ, রাজীব, রাজ্জাকরা।
শেয়ার করুন