বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এনটিভি ইউরোপ ২১বছরে পদার্পণ উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সোমবার (৩ জুলাই) গোয়াইনঘাট প্রেসক্লাবের হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এনটিভি ইউরোপ -এর গোয়াইনঘাট উপজেলা প্রতিনিধি কাওছার আহমেদ রাহাত ও এনটিভির দর্শক ফোরামের যৌথ আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় ও কেক কাটা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার তাহমিলুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়াইনঘাট উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আফিয়া বেগম, সিলেট জেলা পরিষদের সদস্য সুবাস দাস।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গোয়াইনঘাট প্রেসক্লাবের সাবেক সভাপতি এম.এ.মালিক, সহ-সভাপতি মিনহাজ উদ্দিন, সমাজসেবক মাও. দেলওয়ার হোসাইন সহ গোয়াইনঘাট উপজেলায় কর্মরত প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
শেয়ার করুন