যুক্তরাজ্যে ‘ওল্ডহাম বিশ্বনাথ সোসাইটি ইউকে’র সভা অনুষ্ঠিত

সিলেট

ফারুক আহমদ
স্টাফ রিপোর্টার

যুক্তরাজ্যে ‘ওল্ডহাম বিশ্বনাথ সোসাইটি ইউকে’র ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান আয়োজনের লক্ষে সংগঠনের এক সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১ জুলাই) যুক্তরাজ্যের ওল্ডহামের একটি মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সর্বসম্মতিক্রমে আগামী ২৪ জুলাই ওল্ডহামের ওবিএ মিলেনিয়াম সেন্টারে ‘ঈদ পুনর্মিলনী ও ফ্যামিলি গেট টুগেদার’ উদযাপন করার সিদ্ধান্ত গ্রহন করা হয়। ওই দিন সকাল ১০ টা থেকে বিকাল ৬টা পর্যন্ত দিনব্যাপী চলবে ‘ঈদ পুনর্মিলনী ও ফ্যামিলি গেট টুগেদার’ উদযাপনের অনুষ্ঠান।

ওল্ডহাম বিশ্বনাথ সোসাইটি ইউকের সভাপতি শাহ তাজুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবুল কালাম শাহ’র  পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সংগঠনের উপদেস্টা মন্ডলীর সদস্য হাজী তৈয়ব আলী, ছইল মিয়া, মইনুল ইসলাম হিরা, সহ সভাপতি হাবিবুর রহমান লায়েছ, শাহ বাবুল উল্ল্যাহ, শামীম কবির, সহ সাধারণ সম্পাদক কামাল খান, ট্রেজারার কামরুল ইসলাম, প্রচার সম্পাদক জুবায়ের আহমেদ, ক্রীড়া সম্পাদক বদরুল আলম, সদস্য আব্দুল কাইয়ুম, নূরুল হোসাইন, শাহ মইনুল ইসলাম, মাছুম মিয়া, ফয়জুর রহমান, বাবুল মিয়া, সুমন মিয়া, হাবিবুর রহমান মাছুম, শফিকুর রহমান, আব্দুর রহমান সুমন, শাহ আজিজুল ইসলাম, ফয়সল খান। সভার শুরুতে কোরআন তেলাওয়াত করেন সংগঠনের ধর্ম বিষয়ক সম্পাদক আনোয়ার আহমেদ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *