গোয়াইনঘাটে ভারতীয় ৮ লক্ষাধিক টাকার ঔষধসহ গ্রেফতার ২

জাতীয়

তানজিল হোসেন, গোয়াইনঘাট: সিলেটের গোয়াইনঘাটে ৮ লক্ষাধিক টাকার ভারতীয় ঔষধসহ ২ জনকে গ্রেফতার করেছে গোয়াইনঘাট থানা পুলিশ।

গত বৃহস্পতিবার (২৫ এপ্রিল) ভোরে উপজেলার ফতেপুর ইউনিয়নে এসআই আজিজুর রহমানসহ সঙ্গীয় ফোর্স অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার বিন্নাকান্দি গ্রামের আব্দুল জলিলের পুত্র কাদির আজাদ (২২) ও বড়নগর গ্রামের মৃত আহমদ আলীর পুত্র দুলাল আহমেদ (২৮)। গ্রেফতার পরবর্তী   গোয়াইনঘাট থানায় মামলা দায়ের করা হয়েছে।মামলা নং-২১।
পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার ৬ নং ফতেপুর ইউনিয়নের গোসাইনপুর গ্রামের সব্বির মহাজনের বাড়ী সংলগ্ন ফতেপুর-ধূপাগোল যাওয়ার পাঁকা রাস্তায় চেকপোষ্ট করাকালীন সময়ে একটি রেজিষ্ট্রারবিহীন সিএনজি চালিত অটোরিক্সা হইতে বাংলাদেশী মুদ্রার ৮ লক্ষাধিক মূল্যের ভারতীয় বিভিন্ন প্রকারের ঔষধ উদ্ধারসহ তাদেরকে গ্রেফতার করা হয়।

এ ব্যাপারে গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ মো. রফিকুল ইসলাম সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থাসহ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *