পূর্ব শত্রুতার জেরে সিলেটের গোয়ানইঘাটে গ্রামবাসী এক যুবককে জবাই করে হত্যা করেছে। এ ঘটনায় নারীসহ আরো অন্তত ১০ জন আহত হয়েছেন। শুক্রবার রাত ৮টার দিকে সংঘর্ষের ঘটনা ঘটে।
এদিকে সংঘর্ষের একপর্যায়ে গ্রামবাসী নিহত কাদিরের বসতঘর আগুন লাগিয়ে দিলে পুরো ঘর পুড়ে যায়। খবর পেয়ে গোয়াইনঘাট থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয। তার লাশ উদ্ধারের চেষ্টা করছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দক্ষিণ লাবু গ্রামবাসীর সাথে ৪ বছর আগের একটি হত্যাকাণ্ডকে কেন্দ্র করে বিরোধ চলছিল নিহত কাদিরের পিতা আব্দুল খালিক ও তার আত্মীয়স্বজনদের। এনিয়ে কয়েকদিন ধরে উভয়পক্ষে উত্তেজনা বিরাজ করছিল। শুক্রবার রাত ৮টার দিকে আব্দুল খালিকের বাড়ি আক্রমন করেন গ্রামের লোকজন। তাদের প্রতিরোধ করতে এলে কাদিরকে জবাই করা হয় এবং তাদের বাড়িতে আগুন ধরিয়ে দেয়া হয়। আগুনে একটি ঘর পুড়ে গেছে।
রাতে থানার পরিদর্শক ( তদন্ত ) ওমর ফারুক জানান, তার লাশের সুরতহাল তৈরি করছেন। এরপর পোস্টমর্টেমের জন্য পাঠানো হবে। পুলিশের একাধিক টিম সক্রিয় রয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত আছে।