বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় সিলেট আঞ্চলিক কেন্দ্রের পক্ষ থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়।
মঙ্গলবার (১৫ আগস্ট) সকাল সাড়ে ৯টায় সিলেট জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গনে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন তারা।
শ্রদ্ধাঞ্জলি অর্পণকালে আঞ্চলিক পরিচালক মো. খালেকুজ্জামান খান এর নেতৃত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপ-পরিচালক (হিসাব) মোহাম্মদ বোরহান উদ্দিন মোল্যা, সহকারী পরিচালক সপন কুমার দাস, প্রশাসনিক কর্মকর্তা (পরীক্ষা) মিসবাহ উদ্দিন ও আঞ্চলিক কেন্দ্রের কর্মচারীবৃন্দ প্রমুখ।
শেয়ার করুন