বিদেশী পিস্তলসহ গ্রেফতার ২

জাতীয়
স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ
যশোর জেলা গোয়েন্দা পুলিশ বিশেষ  অভিযানে একটি বিদেশি পিস্তল ও ২ রাউন্ডগুলিসহ অস্ত্র ও চাঁদাবাজি মামলার আসামি মারুফ হোসেন ওরফে  সাগর (২৮) ও মোঃ আনোয়ার হোসেন (৩৬)কে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত মারুফ হোসেন সাগর যশোর সদর উপজেলার চাচড়া চোরমারা দিঘিরপাড় এলাকার  আলীম ওরফে ডেপ পকেটমারের ছেলে ও আনোয়ার একই এলাকা চাচড়া রায়পাড়া মাদ্রাসা মোড়ের মৃত গোলাম রব্বানীর ছেলে।
ঘটনার বিবরণ অনুযায়ী,গতকাল রবিবার (১৩ আগষ্ট)  রাত আনুমানিক সাড়ে দশটায় গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে যশোর জেলা গোয়েন্দা পুলিশের
পরিদর্শক শহিদুল ইসলাম এর নেতৃত্বে এসআই শাহিনুর রহমান, মফিজুল ইসলাম, পিপিএমসহ একটি চৌকশ টিম চাচড়া রায়পাড়া এলাকায় অভিযান পরিচালনা করে অস্ত্র ও চাঁদাবাজি মামলার পলাতক আসামী মারুফ হোসেন সাগরকে গ্রেফতার করে তার স্বীকারোক্তি মতে চাচড়া রায়পাড়া প্রাইমারী স্কুল পাড়া জনৈক শাহিন এর ফাঁকা মাঠে বিদ্যুতের খুটির পাশে ঝোঁপের মধ্যে থেকে সাগর, প্রিন্স, রনি আনোয়ার এর রাখা ১টি বিদেশী পিস্তল ২ রাউন্ড গুলি ভর্তি অবস্থায়
উদ্ধার করেন।
এ সংক্রান্ত বিষয়ে এসআই শাহিনুর রহমান বাদী হয়ে আজ সোমবার  কোতয়ালী মডেল থানায় মামলা দায়ের করেন। মামলা নং-৬০।
তিনি আরও বলেন,প্রাথমিক জিজ্ঞাসাবাদে শংকরপুর জমাদ্দারপাড়া আশরাফুল হোসেন বিপ্লব এর কারখানায় অবৈধ অস্ত্র দিয়ে মিথ্যা মামলায় ফাঁসানোর জন্য জুম্মানের নির্দেশে প্রিন্স, রনি বেনাপোল বড় আচড়া এলাকার ব্লেকার হিরোর নিকট থেকে অবৈধ অস্ত্রগুলি সংগ্রহ করে ধৃত ও পলাতক আসামীরা  এলাকায় চাঁদাবাজি, সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে আসছে।
শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *