
সিলেট: জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশে যোগ দিতে সিলেট বিভাগের চার জেলার ১৯টি সংসদীয় আসন থেকে প্রায় ৫০ হাজার নেতাকর্মী ঢাকার পথে রওয়ানা হয়েছেন।
অনেকে বুধবার থেকেই ঢাকায় পৌঁছেছেন, তবে বৃহত্তর অংশটি শুক্রবার বিকেল থেকে সড়ক, রেল ও আকাশপথে রাজধানীর উদ্দেশে রওয়ানা হয়েছেন।
বিভিন্ন সূত্রে জানা গেছে, বেশির ভাগ নেতাকর্মী প্রাইভেট যানবাহনে যাচ্ছেন, যদিও কেউ কেউ পাবলিক সার্ভিসেও রওয়ানা হয়েছেন। রেলপথে অনলাইনে টিকিট কেটে যাচ্ছেন মৌলভীবাজার, সিলেট ও হবিগঞ্জ জেলার অনেক নেতাকর্মী।
আকাশপথেও কিছু নেতাকর্মী শনিবার সকালে ঢাকার উদ্দেশে রওনা হবেন বলে জানা গেছে। তবে শুক্রবার রাতেই বিমান বাংলাদেশ, ইউএস-বাংলা, নভোএয়ার ও এয়ার এস্ট্রার সব টিকিট বুক হয়ে গেছে।
সিলেট মহানগরী, জেলা ও উপজেলা পর্যায়ের জামায়াত নেতাদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে।
জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের জানান, “সপ্তাহজুড়ে সিলেটজুড়ে সমাবেশ ঘিরে প্রচারণা চালানো হয়েছে। এই সমাবেশ বাংলাদেশের রাজনীতিতে এক ‘টার্নিং পয়েন্ট’ হয়ে উঠবে।”
সিলেট মহানগর জামায়াতের আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম বলেন, “সিলেট থেকে কয়েক হাজার নেতাকর্মী এরইমধ্যে রওয়ানা হয়েছেন। ঢাকায় সিলেটের নেতাকর্মীদের ঢল নামবে।”
সিলেটের বিয়ানীবাজার- গোলাপগঞ্জ আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী, দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির সেলিম উদ্দিন সারাবাংলাকে জানিয়েছেন, বিয়ানীবাজার গোলাপগঞ্জ থেকে কয়েক হাজার নেতাকর্মী জাতীয় সমাবেশে যোগ দিচ্ছেন।
সিলেট মহানগর জামায়াতের সেক্রেটারি ও হবিগঞ্জের নবীগঞ্জ-বাহুবল আসন থেকে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মুহাম্মদ শাহজাহান আলী জানিয়েছেন, তার এলাকা থেকে নেতাকর্মীরা ঢাকার পথে রওয়ানা হয়েছেন। তিনি সিলেট নগর ও হবিগঞ্জ দুই জায়গায়ই নেতাকর্মীদের ঢাকায় যাওয়ার খোঁজ খবর রাখছেন।
সিলেট জেলা জামায়াতের সেক্রেটারি ও জৈন্তাপুর উপজেলা পরিষদের সাবেক দুই বারের চেয়ারম্যান এবং সিলেটের সবচেয়ে বড় সংসদীয় আসন জৈন্তাপুর গোয়াইনঘাট ও কোম্পানিগঞ্জ আসন থেকে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মুহাম্মদ জয়নাল আবেদীন জানান, তিনি নেতাকর্মীদের নিয়ে ঢাকায় রওয়ানা হয়ে গেছেন। জাতীয় সমাবেশ জাতীয় রাজনীতিতে আগামী দিন গুরুত্বপূর্ণ হয়ে উঠবে বলে তিনি মনে করেন।
মৌলভীবাজার জেলা জামায়াতের সেক্রেটারি মুহাম্মদ ইয়ামির আলী বলেন, আমিরে জামায়াতের সম্ভাব্য আসন কুলাউড়াসহ জেলার সকল উপজেলা থেকে কমপক্ষে ৫ হাজার নেতাকর্মী জাতীয় সমাবেশে যোগ দিচ্ছেন।
সুনামগঞ্জ জেলা জামায়াতের আমীর মাওলানা তোফায়েল আহমেদ খান জানিয়েছেন, সুনামগঞ্জ জেলা অনেক দুর্গম। তবুও আমাদের কয়েক হাজার নেতাকর্মী জাতীয় সমাবেশে যোগ দিতে যাচ্ছেন।
শেয়ার করুন