সিলেটের জৈন্তাপুরে বজ্রপাতে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, রবিবার (৭ আগস্ট) রাত সাড়ে ১১টায় জৈন্তাপুর উপজেলার ফতেপুর (হরিপুর) ইউনিয়নের উত্তর বাগেরখাল মূলটিঘর গ্রামের মৃত আজমত উল্লার ছেলে আব্দুর রহিম (৫২) মাছ ধরতে যান। এসময় তিনি বজ্রপাতের কবলে পড়ে মৃত্যুবরণ করেন। পরে নদীতে মাছ ধরতে থাকা অন্যান্যরা দেখতে পেয়ে মৃত অবস্থায় আব্দুর রহিমকে উদ্ধার করে। পরে স্থানীয়রা বিষয়টি পুলিশকে জানান।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে সুরতাল রিপোর্ট তৈরি করে। স্থানীয় এলাকাবাসী ও গণ্যমান্যদের অনুরোধে জেলা প্রশাসকের অনুমতিক্রমে ময়না তদন্ত ছাড়া নিহতের লাশ দাফনের ব্যবস্থা করা হয়।
সোমবার সকাল ১১টায় উত্তর বাগেরখাল গ্রামে আব্দুর রহিমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। পরে স্থানীয় গ্রামের কবরস্থানে তাকে দাফন করা হয়।
শেয়ার করুন