গত কয়েকদিন ধরে জলের শহরে পরিণত হয়েছে সিলেট।এই ভোগান্তির মাঝে নগরবাসীর জন্য যোগ হয়েছে যানজটের কষ্ট। রবিবার সকাল থেকেই নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তায় দেখা দেয় যানজট। সে অবস্থা চলছে এ রিপোর্ট লেখা (বিকাল ৩টা) পর্যন্তও।
বিকাল ৩টার দিকে দেখা যায়, সিলেট নগরীর বন্দরবাজার থেকে ধোপাদিঘিরপাড়, নাইওরপুল, সোবানীঘাট, তালতলাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তায় দীর্ঘসময় ধরে দাঁড়িয়ে রয়েছে যানবাহন। এতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। যানজটে আটকা পড়েছে অনকে রোগীবাহী গাড়িও। এছাড়া জরুরি কাজে বের হওয়া মানুষজন পড়েছেন চরম বেকায়দায়।
সোবহানীঘাটে ইবসে সিনা হাসপাতালের সামনে আটকা পড়া সিএনজি অটোরিকশা যাত্রী সুমন আহমদ জানান, আমি চৌকিদেখিতে বিমান অফিসে যাবো জরুরি কাজে। কিন্তু এখানে আটকে আছে ৪০ মিনিটের উপরে। বড় বিপদে পড়েছে এই রাস্তায় এসে।এদিকে, নগরীর বিভিন্ন পয়েন্টে ট্রফিক পুলিশ সদস্যদের যানজট সামলাতে হিমশিম খেতে দেখা যায়।
শেয়ার করুন