দৈনিক সমকালে জামায়াতকে জড়িয়ে প্রকাশিত মিথ্যা সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ

সিলেট

 

দৈনিক সমকাল পত্রিকার ২০ আগস্ট সংখ্যার ৪র্থ পাতায় ‘সিলেটে সাদাপাথর চুরির সাথে জড়িত ৪২ জন’ দুদকের অনুসন্ধান শীর্ষক সংবাদে জামায়াতকে জড়ানোর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সিলেট জেলা জামায়াতের আমীর মাওলানা হাবিবুর রহমান, মহানগর নায়েবে আমীর ড. নূরুল ইসলাম বাবুল, জেলা নায়েবে আমীর অধ্যাপক আব্দুল হান্নান ও হাফিজ আনওয়ার হোসাইন খান এবং মহানগর সেক্রেটারি মোহাম্মদ শাহজাহান আলী ২০ আগস্ট এক যৌথ বিবৃতি প্রদান করেছেন।

যৌথ বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, দুদকের বরাত দিয়ে প্রকাশিত উক্ত সংবাদের মাধ্যমে সিলেট মহানগর জামায়াতের আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম ও জেলা সেক্রেটারি মো. জয়নাল আবেদীনের নাম উদ্দেশ্যপ্রণোদিতভাবে জড়ানো হয়েছে। বাস্তবে তাদের সাথে এ ধরনের ঘটনার কোনো সম্পর্ক নেই। বৈধ উপায়ে পাথর কোয়ারি চালুর দাবিতে শ্রমিকদের কর্মসূচিতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সাথে জামায়াত নেতারাও বক্তব্য রাখেন, যেখানে কেবল বৈধ কোয়ারি চালুর দাবি জানানো হয়-চুরি বা লুটপাট নয়। এ বক্তব্যকে বিকৃত করে অপপ্রচার চালানো হয়েছে। এরই প্রতিবাদে সিলেট জামায়াত ইতোমধ্যে বিবৃতি প্রদান করেছে এবং প্রকৃত অপরাধীদের গ্রেফতারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানিয়েছে।

নেতৃবৃন্দ আরও বলেন, দুদকের রিপোর্টে জামায়াত নেতাদের নাম রয়েছে-এমন কোনো তথ্য সমকাল ছাড়া অন্য কোনো গণমাধ্যমে প্রকাশিত হয়নি। এর আগে গোয়েন্দা রিপোর্টের বরাতে প্রকাশিত তালিকায়ও জামায়াতের কারও নাম উল্লেখ ছিল না। শুধু সমকালে জামায়াত নেতাদের নাম সংযোজন আমাদের বিস্মিত ও হতবাক করেছে। এই কাল্পনিক, মনগড়া ও বানোয়াট সংবাদের আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

ভবিষ্যতে জামায়াতে ইসলামীর বিরুদ্ধে মিথ্যা, মনগড়া ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ প্রকাশ থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট মহলের প্রতি আহ্বান জানাচ্ছি ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *