দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার সুরমা ইউনিয়নের গিরিস নাগর গ্রামের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা জালাল উদ্দিন(৭০)কে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। পারিবারিক সূত্রে জানা যায়,শুক্রবার সকাল ১১ টার দিকে নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন। বীর মুক্তিযোদ্ধা জালাল উদ্দিন দীর্ঘদিন যাবৎ বার্ধক্যজনিত নানান সমস্যায় ভোগছিলেন।
শুক্রবার (২৪ ফেব্রুয়ারী )বিকাল ৫টা ৩০ মিনিটে
উপজেলার সুরমা ইউনিয়নের গিরিস নগর মসজিদের পাশের মাঠে রাষ্ট্রীয় মর্যাদায় জানাজা শেষে মুক্তিযোদ্ধা জালাল উদ্দিনকে পারিবারিক কবরস্থানে সমাহিত করা হয়। এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার( ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল আহমেদ,উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার সফর আলী, দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ( ওসি) দেবদুলাল ধর,এসআই মিজানুর রহমান, সুরমা ইউনিয়নের চেয়ারম্যান হারুন অর রশীদ, সাবেক চেয়ারম্যান শাহজান মাষ্টার,বোগলা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আরিফুল ইসলাম জুয়েলসহ স্থানীয় মুক্তিযোদ্ধা, রাজনৈতিক, সাংবাদিক ও সামাজিক নেতৃবৃন্দ।